প্রতিভাবানদের স্বপ্ন সত্যি করতে নতুন প্রয়াস নিলেন বলি অভিনেত্রী রাকুলপ্রীত সিং এবং তার ভাই আমনপ্রীত সিং।গোটা দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবানদের সুযোগের সন্ধান দিতে একটি অ্যাপ লঞ্চ করেছেন তাঁরা।এই অ্যাপের মাধ্যমে যাঁরা ফিল্মমেকিংয়ের দুনিয়ায় পা রাখতে চায় তাঁদের জন্য সূবর্ণ সুযোগ এনে দেবে রাকুলপ্রীত-আমনপ্রীতের এই নতুন অ্যাপ।পরিচালক,চিত্রনাট্যকার থেকে অভিনেতা,কিংবা ডান্সার-কোরিওগ্রাফার যাঁর মধ্যে যা প্রতিভা লুকিয়ে আছে,যাঁরা সেই প্রতিভার দিয়ে তৈরি করতে চান তাঁর পরিচিতি,নিজেদের প্রতিভার পরিচয় তুলে ধরতে পারবেন নতুন এই অ্যাপের মাধ্যমে।এমনকি গায়ক সুরকার বা মিউজিশিয়ান হতে চাইলেও এই অ্যাপের মাধ্যেমেই মিলবে সেই সুযোগ।শোনা যাচ্ছে এই অ্যাপের সঙ্গে বিভিন্ন মিডিয়া হাউস এবং বলিউডের প্রোডাকশন হাউস গুলিও সংযুক্ত থাকবে।পছন্দের প্রতিভাকে বেছে নেবেন তাঁরাই।
ইতিমধ্যেই অভিনেত্রী হিসেবে রীতিমতো নজর কেড়েছেন রাকুলপ্রীত সিং।দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ আমন প্রীতও।লকডাউনের পর থেকেই বেশ কিছু ছবির শ্যুটিং সেরেছেন রাকুলপ্রীত।মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর একাধিক ছবি।এরই মধ্যে অভিনেত্রীর এই নতুন প্রয়াসের তারিফ করতেই হয়।