এর আগে নারকটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং ‘ইডি’ বেশ কয়েকবার অন্যান্য বলিউড অভিনেত্রীদের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করেছে এই হাইপ্রোফাইল অভিনেত্রীকেও। যদিও জেরার সময় মাদকদ্রব্য সেবন বিষয় অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।অভিনেতা-নির্মাতা জ্যাকি ভাগনানির সঙ্গে দক্ষিণী-বলি অভিনেত্রীর প্রেমের সম্পর্কের কথা কিছুদিন আগে নিজেই জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: মাদককাণ্ডে রাকুলপ্রীতকে জেরা
তবে তাঁদের প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে বলে বেনু স্বামী নামের এক জ্যোতিষী দাবি করেছেন। অনেক নেটিজেনের ধারণা রাকুলের মাদক-সম্পর্ক এবং তার জেরেই এই সম্পর্ক ভাঙতে চলেছে। চলতি মাসেই রাকুলের জন্মদিনে অভিনেত্রীর সঙ্গে হাত ধরে একটি ছবি পোস্ট করেন জ্যাকি ভাগনানি। যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, “তোমাকে ছাড়া দিনকে দিন মনে হয় না। সুস্বাদু খাবারের কোন মজা পাই না। সবচেয়ে সুন্দর মনের অধিকারী কে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন,আমার ভালোবাসা নিও”। তাঁদের ভালবাসায় যে এখনও কোনও চিড় ধরেনি সে কথা সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট দেখলেই বোঝা যায়। এর উত্তরে পোস্ট করে লেখেন,”ধন্যবাদ। আমার ভালোবাসা। তুমি আমার এই বছরের শ্রেষ্ঠ উপহার। আমার জীবনকে তুমি রাঙিয়ে দিয়েছো। অসংখ্য ধন্যবাদ। একসঙ্গে আরো স্মৃতি তৈরি করব”।
এসব সত্ত্বেও জ্যোতিষীর কথায়,রাকুল-জ্যাকির সম্পর্ক নাকি ভবিষ্যতে জটিলতায় পড়বে। রাকুল মিথুন রাশির জাতিকা। অন্যদিকে মকর রাশির জাতক জ্যাকি ভাগনানি। তাদের গ্রহের প্রভাব পরস্পরের বিপরীত। যা তাদের বিয়ের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা তৈরি করবে। জ্যোতিষীর কথা অনুযায়ী তাঁদের বাগদান টিকবেই না,বিয়েও ভেঙে যেতে পারে। এর আগে এই জ্যোতিষী সামান্তা আক্কিনেনি ও নাগা চৈতন্যর বৈবাহিক সম্পর্ক নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। পরবর্তীকালে সেটি সঠিক প্রমাণিত হয়েছে। এখন দেখার রাকুল-জ্যাকির সম্পর্ক আদৌ থেমে যায় কিনা! নাকি সমস্ত বাধা বিপত্তি দূর করে তাদের মিষ্টি প্রেমের সম্পর্ক বিয়ের পিঁড়িতে নিয়ে যায়।