কলকাতা : এবার পুজোয়(Pujo Release) বড়পর্দায় আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়(Shiboprasad Mukherjee)-নন্দিতা রায়(Nandita Roy) জুটির নতুন ছবি রক্তবীজ(Raktabeej)।মুক্তি পেল ছবির টিজার(Teaser)।ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়(Victor Banerjee)। অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়(Abir Chatterjee),মিমি চক্রবর্তী(Mimi Chakraborty),অম্বরীশ ভট্টাচার্য(Ambarish Bhattacharya),অনসূয়া মজুমদার(Anasuya Majumdar) ছাড়াও আরও অনেকেই।বাংলার পাশাপাশি হিন্দি,ওড়িয়া ও অসমীয়া ভাষায় মুক্তি পাবে রক্তবীজ।
হামি,হামি ২,বেলাশেষে থেকে বেলাশুরু।বহু বছর ধরেই অসামান্য সব পারিবারিক এবং সামাজিক ছবির জন্যই বাঙালি দর্শকের কাছে জনপ্রিয় পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।তবে এবার তাঁরা বাঙালি সিনেপ্রেমীদের একদম ভিন্ন ধারার স্বাদ দিতে চলেছেন।পুজোয় মুক্তি পেতে চলেছে শিবু-নন্দিতা জুটির নতুন ছবি রক্তবীজ।শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে রক্তবীজ-এর টিজার।ছবির গল্প যে একটি টানটান পলিটিক্যাল থ্রিলার তা টিজারেই বুঝিয়ে দিয়েছেন শিবপ্রসাদ-নন্দিতা।ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি দেখা যাবে আবির চট্টোপাধ্যায়,মিমি চক্রবর্তী,অনসূয়া মজুমদার,অম্বরীশ ভট্টাচার্যদের।এই পুজোয় বাঙালি দর্শকের যে অন্যতম আকর্ষণ হতে চলেছে রক্তবীজ তা বলার অপেক্ষা রাখে না।১৯ অক্টোবর ছবিটি দেশের নানা শহরে হিন্দি,অসমীয়া ও ওড়িয়া ভাষাতেও মুক্তি পেতে চলেছে।