মুম্বই : কৃশ ৪(Krrish 4)-এর ভবিষ্যত নিয়ে চিন্তিত পরিচালক রাকেশ রোশন(Rakesh Roshan)।বিগত বেশ কয়েক বছর ধরেই জল্পনা শোনা যাচ্ছে কৃশ ৪ নিয়ে।ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্য(Screenplay) লেখার কাজও শুরু করে দিয়েছেন পরিচালক।সদ্যই একটি ইন্টারভিউতে রাকেশ রোশন জানিয়েছেন,করোনাকালের পরে পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। বক্সঅফিসে ব্যর্থ হচ্ছে একের পর এক বলিউড ফিল্ম।কৃশ ৪ মূলত ছোটদের ছবি।তাঁরা এখন বিগবাজেট হলিউড ছবি দেখেই অভ্যস্থ হয়ে উঠছে।তাই কৃশ ৪ কতটা সাফল্য পাবে সেই নিয়ে ভাবনায় রয়েছেন পরিচালক।হৃতিকের বাবা সাফ জানাচ্ছেন,কি করে কম বাজেটে হলিউড ফিল্মের সঙ্গে টেক্কা দিতে পারে কৃশ ৪ সেই নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা।যে কারণে পিছোচ্ছে ছবির শ্যুটিং।অন্তত আরও এক বছরের আগে কৃশ ৪-এর ফ্লোরে আসার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন রাকেশ রোশন।২০১৩ সালে দিওয়ালিতে সিনেমাহলে মুক্তি পেয়েছিল কৃশ ৩।তারপর প্রায় দশ বছর অতিক্রান্ত হতে চলল,যদিও দেখা নাই কৃশ ৪-এর।দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছেন পরিচালক তথা প্রযোজক রাকেশ রোশন।কারণ,২০বছর পূর্তি উপলক্ষে দেশের গুটিকয়েক শহরের মাল্টিপ্লেক্সে শুক্রবার মুক্তি পেয়েছে ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি কোই মিল গ্যয়া।কিন্তু কবে শুরু হবে কৃশ ৪-এর শ্যুটিং?আর কবেই বা মুক্তি পাবে ছবি?সম্ভবত একই প্রশ্ন ঘুরছে পরিচালক রাকেশ রোশনের মনেও।সদ্যই সংবাদমাধ্যমকে দেওয়া একটি ইন্টারভিউতে পরিচালক জানিয়েছেন,করোনা অতিমারির পরে দর্শক আর খুব একটা ছবি দেখতে হলে আসছেন না।তাই দারুণ চিন্তায় রয়েছেন তিনি।
নিঃসন্দেহে কৃশ ৪ একটি বড় মাপের ছবি হতে চলেছে।কিন্তু পৃথিবী অনেক বদলে গিয়েছে। এখনকার বাচ্চারা ৫০০-৬০০মিলিয়ন ডলার বাজেটের হলিউড ফিল্ম দেখতেই বেশি পছন্দ করেন।তাঁর কৃশ ৪-এর বাজেট অপেক্ষাকৃত অনেকটাই কম।মাত্র ২০০-৩০০ কোটি বাজেটের মধ্যে এই সুপারহিরো ফিল্ম তৈরি করতে চান রাকেশ রোশন।আর সেটাই পরিচালকের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।কারণ, এই বাজেট নিয়ে অ্যাভেঞ্জার্সের মতো ছবির সঙ্গে টক্কর দেওয়া মুশকিল,তবে অসম্ভব নয়।কৃশ ৪-এ কম বাজেটেও ভাল মানের ভিএফএক্স করতে চান তিনি।ছবির বাজেট ও প্রোডাকশন কস্ট নিয়ন্ত্রণে রেখে কি ভাবে একটি ঝাঁ চকচকে ছবি তৈরি করা যায় সেই নিয়ে দীর্ঘ পরিকল্পনা করছেন রাকেশ রোশন।এরপরও পরিচালক ভাবছেন শেষ রক্ষা হবে কি?কারণ,সাম্প্রতিক কালে বেশ কিছু বড় বাজেটের বলিউড ছবি মোটেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি বক্সঅফিসে।তাই কি ভাবে কৃশ ৪ কে বক্সঅফিসে অবশ্যাসম্ভাবী সফল ছবিতে পরিণত করা যায় সেকথায় ভাবছেন পরিচালক রাকেশ রোশন। ২০১৮সাল থেকেই শোনা যাচ্ছে কৃশ ৪ নিয়ে জল্পনা।সেই বছর হৃতিক রোশন জানিয়েছিলেন ২০২০সালের ক্রিসমাসে মুক্তি পেতে পারে কৃশ ৪।যদিও অতিমারি সহ আরও নানা কারণে তা সম্ভবপর হয়ে ওঠেনি।গত জানুয়ারিতেও তিনি জানিয়েছিলেন,বেশ কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে কৃশ ৪ এর শ্যুটিং শুরু করা যাচ্ছে না।আগামী দিনে যে কৃশ ৪ মুক্তি পাবে,সেই নিয়ে নিশ্চিত রাকেশ রোশন।যদিও কবে ছবির শ্যুটিং শুরু করতে পারবেন সেই নিয়ে দ্বিধায় রয়েছেন তিনি।