একসময় বলিউড ছবিতে একচেটিয়া কাজ করতেন কমেডি অভিনেতা রাজপাল যাদব।তবে দীর্ঘদিন ধরেই আর সেইভাবে ছবিতে দেখা যায়না তাঁকে।বলিউডের অন্যতম সেরা কমেডি অভিনেতা হিসেবে পরিচিত হলেও,বিগত দশ বছরে হাতে গোনা কিছু ছবিতে কাজ করেছেন অভিনেতা।
ছবিতে সুযোগ না পেয়ে রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন তবে ভোটে জিততে পারেননি।কয়েক বছর আগে চুড়ান্ত আর্থিক দুরবস্থার সম্মুখীন হয়েছিলেন রাজপাল।এমনকি ব্যাঙ্ক থেকে নেওয়া পাঁচ কোটি টাকার ঋণ শোধ না করতে পারার জন্য তিন মাস জেলও খাটতে হতে হয়েছে তাঁকে।নিজের সেই আর্খিক করুণ পরিস্থিতি-র দাস্তান নিয়ে সদ্যই একটি ইন্টারভিউতে মুখ খুলেছেন মালামাল উইকলি–র বাজ বাহাদুর।বছর খানেক আগের সেই চরম আর্থিক দুরবস্থা এখন অনেকটাই সামলে উঠেছেন অভিনেতা।শুধুমাত্র তাঁর শুভাকাঙ্খীদের জন্যই এমনটা সম্ভব হয়েছে বলেই বলে জানিয়েছেন তিনি।পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের একাধিক বন্ধুও।
ইদানিং বেশ কিছু ছবিতে কাজ করেছেন রাজপাল যাদব,তার মধ্যে রয়েছে হাঙ্গামা 2 এবং ভুলভুলাইয়া 2 এর মতো ছবি।পাশাপাশি বেশ কিছু ছবি রয়েছে শ্যুটিং শুরুর অপেক্ষায়।ফের রূপোলি পর্দায় স্বমহিমায় ফিরে আসুন রাজপাল যাদব,এমনটাই চান তাঁর ভক্তরা।