তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রাজনীকান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। অভিনেতার মুখপাত্র রিয়াজ কে আহমেদ জানিয়েছেন চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে রজনীকান্তকে ভর্তি করা হয়েছে।তিনি আরো বলেছেন রুটিন চেকআপ এর জন্যই অভিনেতা কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতলে অভিনেতার সঙ্গে দেখা করে তার নিকটতম আত্মীয় বলেন, “রজনীকান্ত হাসপাতলে বিশ্রামরত। আমি ঠিক বলতে পারবো না যে এখন কি চিকিৎসা চলছে। তবে আশা করা যাচ্ছে তার ‘আনাত্তে’ ছবি মুক্তির আগেই তিঁনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন”। তবে গুঞ্জন শোনা যাচ্ছে রুটিন চেকআপ নয় বরং বুকে ব্যথা অনুভব করায় রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন আগে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘দাদাসাহেব ফালকে’ পেয়েছেন রজনীকান্ত।বৃহস্পতিবার সপরিবারে অন্নাথে ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন অভিনেতা। দিওয়ালিতে (৪ঠা নভেম্বর) মুক্তি পাবে রজনীকা্ন্ত ও নয়নতারা অভিনীত এই ছবি।