আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বাধাই হো’-র মুক্তির তিন বছরেরও বেশি সময় পর, অবশেষে মুক্তি পেতে চলেছে একই প্রযোজনা সংস্থার ছবি বাধাই দো।‘বাধাই হো’-র সিক্যুয়েল না হলেও ছবিতে থাকবে সমাজ সচেতনতামূলক বার্তা।‘বাধাই দো’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাও ও ভূমি পেডনেকরকে।পাশাপাশি ছবিতে দেখা যাবে বলিউডের একঝাঁক চরিত্রাভিনেতাকে।অমিত শর্মার বদলে ‘বাধাই দো’-র পরিচালনার দায়িত্বে সামলেছেন হর্ষবর্ধন কুলকর্ণী।ছবিতে একটি মহিলা পুলিশ স্টেশনের একমাত্র পুরুষ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে।ভূমি পেডনেকর রয়েছেন স্কুলের পিটি টিচারের ভূমিকায়।
আরও পড়ুন – শ্যুটিংয়ে ফিরলেন রাজকুমার রাও
‘বাধাই হো’-র সাফল্যের পর স্বাভাবিক ভাবেই ‘বাধাই দো’ নিয়েও আগ্রহ তৈরি রয়েছে দর্শকদের মধ্যে।ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় লকডাউনের পরই।এই বছরই ‘বাধাই দো’ মুক্তির দিন ধার্য করেছিলেন নির্মাতারা।কিন্তু কবে ছবি মুক্তি পাবে সেই নিয়ে পাকাপাকি কোন খবরই পাওয়া যাচ্ছিল না।অবশেষে মিলছে ছবির মুক্তি নিয়ে লেটেস্ট আপডেট।চলতি বছরে নয়, আগামী বছর প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে মুক্তি পাবে বাধাই দো।
আরও পড়ুন –ফের শক্তিশালী চরিত্রে ভূমি