তাঁদের এগারো বছরের প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত হলো গত সোমবার চণ্ডীগড়ে। একান্ত নিজেদের লোকজন এবং বিশেষ কিছু অতিথি উপস্থিত ছিলেন বলিউড যুগল অভিনেতাদের এই বিয়েতে। অনেকেই ভেবেছিলেন এই বিয়ের পর রাজকুমার রাও এবং পত্রলেখা বিদেশ যাত্রা করবেন হনিমুনের জন্য। কিন্তু তা হচ্ছে না। অভিনেতা রাজকুমারের এই বিশেষ দিন অর্থাৎ ডি ডের মাত্র তিনদিন পরে অর্থাৎ আগামীকাল পরিচালক অনুভব সিনহার নতুন ছবি ‘ভেদ’র শুটিং ফ্লোরে চলে যাচ্ছেন। লখনৌতে তৈরি হয়েছে এই ছবির শুটিং ফ্লোর।ভূমি পেডনেকারকে চলচ্চিত্র নির্মাতা অনুভব সিনহার এই সামাজিক-রাজনৈতিক ছবি ‘ভেদ’-এ অভিনয় করবেন।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন অনুভব সিনহা এবং ভূষণ কুমার। জানা যাচ্ছে একটি সামাজিক নাটকের উপর ভিত্তি করে এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। একটি সূত্র জানাচ্ছে, পরিচালক অনুভব এইভাবে ছবির সিডিউলটি পরিকল্পনা করেছিলেন যে রাজের বিয়ের পরপরই যাতে শুটিং শুরু হতে পারে। এটি অনুভবের অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি ছবি। ছবিটি নাকি পরিবেশের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। ছবিটি বিষয়বস্তুর কারণে অভিনেতার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবিটিতে একাধিক ক্লাউড সিকুয়েন্স দেখানো হবে। সেজন্য অন-গ্রাউন্ড অনুমতি সংগ্রহ করা হয়েছে। অনুভব সিনহা উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে টানা শুটিং করার জন্য সেখানকার শিডিউল তৈরি করেছেন