‘বাধাই দো’-র শ্যুটিং শেষ হওয়ার পর আর সেইভাবে ছবির শ্যুটিং করছিলেন না অভিনেতা রাজকুমার রাও।অবশেষে বেশ কয়েকমাস পর শ্যুটিং ফ্লোরে ফিরলেন অভিনেতা রাজকুমার রাও।শুরু করলেন তার নতুন ছবি ‘হিট’-এর শ্যুটিং।ছবিতে প্রথমবার দঙ্গল গার্ল সানায়া মালহোত্রার সঙ্গে জুটি বাঁধবেন তিনি।রবিবারই হয়ে গেল ‘হিট’-এর মুহুরত।এদিন থেকেই পুরোদমে শুরু হয়ে ছবির শ্যুটিংও।তবে আপাতত একাই শ্যুটিং করবেন রাজকুমার।এই ছবি আদপে বিশ্বাক সেন অভিনীত তেলুগু থ্রিলার ফিল্ম ‘হিট’ এর হিন্দি রিমেক।তেলুগু ‘হিট’ এর মতো রিমেকের পরিচালনার দায়িত্বেও রয়েছেন শৈলেশ কোলানু।একসময় ‘নিউটন’, ‘ট্র্যাপড্’ ,’বরেলি কি বরফি’ -র মতো ছবিতে অভিনয় করে রীতিমতো বাজিমাত করেছিলেন রাজকুমার রাও।
আরও পড়ুন – রাজকুমারের নায়িকা সানায়া
কিন্তু ইদানিংকালে ‘দ্য হোয়াইট টাইগার’ ছাড়া তাঁর কোন ছবিই সেইভাবে সাফল্য পায়নি।বক্সঅফিসে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে হরর কমেডি ফিল্ম ‘রুহি’-ও।তাই দক্ষিণী ছবির হিন্দি রিমেকেই সাফল্য খুঁজছেন রাজকুমার।শোনা যাচ্ছে,ছবিতে দারুণ অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে।তেলুগু ‘হিট’ তাঁর পছন্দের ছবি,হিন্দি রিমেকও ভালো লাগবে দর্শকদের, আশাবাদী রাজকুমার রাও।
আরও পড়ুন – ফিরছে রাজকুমার-জাহ্নবী জুটি