চেন্নাই : রজনীকান্তের(Rajnikanth) সঙ্গে জুটি বাঁধছেন পরিচালক লোকেশ কঙ্গরাজ(Lokesh Kangaraj)।থালাইভার(Thalaiva) সঙ্গে যে কাইথি(Kaithi) খ্যাত পরিচালক হাত মেলাতে চলেছেন এমন জল্পনা কিন্তু চলছিল বেশ কিছুদিন ধরেই।অবশেষে ছবির আনুষ্ঠানিক ঘোষণা করল নির্মাতা সংস্থা।এটি রজনীকান্তের ১৭১তম ছবি হতে চলেছে,তাই আপাতত প্যান ইন্ডিয়ান ছবিটির নাম রাখা হয়েছে থালাইভার ১৭১(Thalaivar 171)।বিশেষ সূত্রে জানা যাচ্ছে,লোকেশ কঙ্গরাজের সঙ্গে এই ছবিতে কাজ করার পরই নাকি অভিনয় জীবন থেকে সন্ন্যাস নিতে চলেছেন থালাইভা(Thalaiva)।ছবিতে তামিল সুপারস্টারের সঙ্গে কারা অভিনয় করবেন তা এখনও জানা যাচ্ছে না।তবে ছবির গানে সুর করতে চলেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র(Anirudh Ravichander)।যাঁর সুরে জওয়ান-এর সবকটি গান ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে।অক্টোবরে লিও(Leo) মুক্তি পাওয়ার পরই শুরু হবে থালাইভার ১৭১ ছবির শ্যুটিং।
View this post on Instagram
প্যান ইন্ডিয়ান ফিল্ম জেলার-এর দুর্দান্ত সাফল্যের পর এবার নতুন ছবির শ্যুটিংয়ের প্রস্তুতি শুরু করে দিলেন থালাইভা রজনীকান্ত।সান পিকচার্সের প্রযোজনায় পরিচালক লোকেশ কঙ্গরাজের আগামী ছবিতে নায়কের ভূমিকায় থাকছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শ্রেষ্ঠ সুপারস্টার।যে ছবির নাম নির্মাতারা রেখেছেন থালাইভার ১৭১। ১৯অক্টোবর দশেরায় মুক্তি পেতে চলেছে পরিচালকের প্যান ইন্ডিয়ান ফিল্ম লিও।যে ছবিতে একসঙ্গে অভিনয় করছেন বিজয় তলপতি ও সঞ্জয় দত্ত।লিও সিনেমাহলে মুক্তি পাওয়ার পরই নাকি রজনীকান্তকে নিয়ে নতুন শ্যুটিংও শুরু করে দেবেন পরিচালক লোকেশ কঙ্গরাজ।ছবির গানে সুরারোপ করতে চলেছেন ব্যস্ততম তামিল সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্র।শোনা যাচ্ছে,লোকেশ কঙ্গরাজ পরিচালিত থালাইভার ১৭১ই রজনীকান্তের কেরিয়ারের শেষ ছবি হতে চলেছে।ঘনিষ্ঠ মহলে নাকি এমনটাই ইচ্ছেপ্রকাশ করেছেন রজনীকান্ত।