করোনার প্রভাব সামগ্রিক ভাবে খারাপ হলেও বেশকিছু অভিনেতাদের জন্য এই সময়টা তাঁদের কেরিয়ারে বিশেষ সাহায্য করেছে , এমনই একজন অভিনেতা রাজদীপ গুপ্ত।
জাপানী টয়’ হোক বা ‘মিস ম্যাচ’ সবেতেই দর্শকদের ভালোবাসা পেয়েছেন অভিনেতা রাজদীপ গুপ্ত। কেরিয়ারের শুরু হয়েছিল সিরিয়াল থেকে তবে ওটিটি মাধ্যমে এখন বেশ জনপ্রিয় এই অভিনেতা । কিছুদিন আগেই ‘দুজনে’ সিরিজ মুক্তি পেয়েছিল ওটিটি সাধ্যমে ।
এই সিরিজে শ্রাবন্তী ও সোহমের সঙ্গে অভিনয় করতে দেখা যায় রাজদীপকে।পরে পরিচালক অঞ্জন দত্তের ‘মার্ডার ইন হিলস সিরিজের বেশ নজর কেড়েছেন। এবার তিনি অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে জুটি বেঁধে নতুন ওয়েব সিরিজে আসছেন। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের নতুন সিরিজ ‘উত্তরণ’ এ দেখা যাবে তাঁদের। এই সিরিজে রাজদীপের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা । এছাড়াও এই সিরিজে দেখা যাবে স্বস্তিকা দত্ত ও বিদীপ্তা চক্রবর্তীকে। যদিও গল্প নিয়ে মুখে কুলুপ এটেছেন অভিনেতা।
আগামী বছরের প্রথম দিকে এই সিরিজ মুক্তির কথা বহুল প্রচলিত একটি বাংলা ওয়েব প্ল্যাটফর্মে। এছাড়াও এই একই ওয়েব প্ল্যাটফর্মের জন্য আরও একটি মাল্টি স্টারার ওয়েব সিরিজ আসতে চলেছে, নাম মহাভারতা মার্ডার্স। এই সিরিজের খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাজদীপ। এই সিরিজটি ও আগামী বছরই মুক্তির কথা।