শোনা যাচ্ছে শ্যালিকার কথা মাথায় রেখে একটি অ্যাডাল্ট ফিল্মের প্ল্যানিং করছিলেন অভিযুক্ত রাজ কুন্দ্রা। চলতি সপ্তাহের শুরুতে পর্ন ছবি তৈরির অভিযোগে মুম্বই সাইবার ক্রাইম ব্রাঞ্চ এর হাতে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ। একই মামলায় গ্রেফতার হয়ে জামিন পেয়েছেন মডেল- অভিনেত্রী গহনা বশিষ্ঠ। রাজের সঙ্গে বেশ কিছু অ্যাডাল্ট ফিল্মে গহনা কাজ করেছেন বলে পুলিশের অভিযোগ। গহনার দাবি, শ্যালিকা সমিতাকে মাথায় রেখে রাজ একটি অ্যাডাল্ট ছবির প্ল্যানিং সারছিলেন।
একটি দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অভিযুক্ত গহনা বলেন, ‘রাজের গ্রেফতারির দিন কয়েক আগে আমি ওঁর অফিসে গিয়েছিলাম। সেখানেই জানতে পারি উনি একটি নতুন অ্যাপ লঞ্চ করার পরিকল্পনা করছেন, যার নাম বলিফেম। সেই অ্যাপের জন্য বেশকিছু ফিল্ম তৈরির ব্যাপারে আইডিয়া করছিলেন উনি। এই অ্যাপের জন্য একটি চ্যাট শো, রিয়ালিটি শো, মিউজিক ভিডিও এবং একটি ফিচার ফিল্ম তৈরির পরিকল্পনা চলছিল। আমাদের মধ্যে চিত্রনাট্যে নিয়েও কথা হয়েছে। তখনই রাজ তাঁর শ্যালিকা শিল্পার বোন শমিতাকে একটি ছবিতে নেওয়ার কথা উল্লেখ করে। সেই সঙ্গে অন্য একটি ছবিতে সাই তামাহাঙ্করকে নেওয়ার ব্যাপারে কথা হয়েছিল। এই দুটি ছবি পরিচালনা করার কথা ছিল আমার’। গহনা জানান তার সঙ্গে শমিতার ব্যক্তিগত কোনও আলাপ হয়নি। শমিতার পারিশ্রমিক সম্পর্ক গহনার কোন ধারণা নেই।
বেশ কিছুদিন আগে কপিল শর্মা শো-তে এসেছিলেন শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা এবং শমিতা। সেখানে কথাপ্রসঙ্গে রাজকে বলতে শোনা যায় যে, শিল্পা ব্যস্ত থাকায় তিনি শ্যালিকা শমিতার সঙ্গে অনেকটা সময় একসঙ্গে কাটান। এমনকি পার্টিতে যাওয়ার সঙ্গী হিসেবেও তিনি শমিতাকে পান।পর্ন ফিল্ম তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ব্যবসা করার গুরুতর অভিযোগে আরও ১১ জনের সঙ্গে গ্রেফতার হয়েছেন রাজ।পর্নকাণ্ডে অভিযুক্ত রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল আরও চার দিন। এ প্রসঙ্গে মুম্বইয়ের যুগ্ম নগরপাল মিলিন্দ ভারাম্বে বলিউডলাইফকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এই পর্ন ভিডিয়ো ব্যবসা থেকে প্রতিদিন ৬-৮ লক্ষ টাকা উপার্জন করত রাজ কুন্দ্রা! হাজার হাজার কোটিতে যে এই ব্যবসার লেনদেন হয়েছে সেসবের উপযুক্ত প্রমাণ মুম্বই পুলিশের হাতে রয়েছে।’