কলকাতা: সাম্প্রতি ‘লস অ্যাঞ্জেলেস ফিল্ম ফেস্টিভ্যালে'(Los Angeles Film Fest)-এ দেখানো হলো বাংলা ছবি ‘বাবলি'(Babli) ও ‘সন্তান'(Santan)। আর সেই সূত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Gangopadhya) ও রাজ চক্রবর্তী(Raj Chakraborty) ।
এবার কাজের ফাঁকে অন্য শহর স্যান ডিয়াগো(San Diego) ভ্রমণ করতে দেখা গেল তারকা জুটিকে। সেখান থেকেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। অভিনেত্রী পিঠে কালো ব্যাগ নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। অন্য ছবিতে শুভশ্রীকে দেখা যাচ্ছে পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে। লেখা রয়েছে Sea World (San Diego).
আরও পড়ুন:বিশ্বব্যাপী সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘কেশরী চ্যাপ্টার ২’
এবার এই তারকা যুগল ইয়ালিনিকে(Yaalini) রেখে শুধু ইউভানকে(Yuvaan) আমেরিকায় নিয়ে গিয়েছেন। গত ১৭ এপ্রিল তারা লস এঞ্জেলসে উড়ে গিয়েছেন।নেটিজেনদের অনেকের প্রশ্ন রাজ-শুভশ্রী, ইউভানকে নিয়ে গেলেও ইয়ালিনি কোথায়! সম্ভবত শাশুড়ি ননদের কাছে ইয়ালিনিকে রেখে গেছেন রাজ-শুভশ্রী। অবশ্য গত জানুয়ারিতে উভান ও ইয়া লিনি দুই সন্তানকেই কলকাতার রেখে বন্ধুর জন্মদিন উদযাপনে দুবাই পাড়ি দিয়েছিলেন রাজ- শুভশ্রী।
সোশ্যাল মিডিয়ায় লেন্সের আরেকটি ছবিতে দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে সেলফি তুলছেন রাজ। দুজনেরই পরনে সাদা রঙের পোশাক, রোজ চশমা চোখে আর পিঠে ব্যাকপ্যাক।
অন্য একটি ছবিতে দুরন্ত ছেলেকে সামলাতে দেখা যাচ্ছে মা শুভশ্রীকে। এক ঝাঁক কমলা রঙের সারস পাখির সামনে পোজ দিয়েছেন ‘বাবলি’ নায়িকা শুভশ্রী। পাশের ছেলেকে বসিয়ে অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে জল ফেলি দেখছেন মা ছেলে।
এসব ছবি দেখে শুভশ্রী অনুরাগীরা অভিনেত্রীর রূপের প্রশংসা করেছেন। অনেকে জানতে চেয়েছেন ‘মেয়ে কোথায়’! ‘মেয়েকে কেন দেখতে পাচ্ছি না!’ কৌতুহলীদের এসব প্রশ্নের উত্তর অবশ্য শুভশ্রী দেন নি।