ওয়েব ডেস্ক: গতকাল অর্থাৎ ১মে মুক্তি পেয়েছে অজয় দেবগনের(Ajay Devgan) ছবি ‘রেইড ২'(Raid 2)। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘রেইড’ ছবির এই সিক্যুয়েল গতকাল ভারতের প্রায় ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে। প্রথম দিনেই বক্স অফিসে(Boxoffice) এই ছবি যথেষ্ট আসা জাগানোর মত ব্যবসা করেছে। তালিকায় প্রথম স্থানে রয়েছে ভিকি কৌশলের ‘ছাবা'(Vicky Kaushal’s Chaaba) এবং দ্বিতীয় স্থানে সলমন খানের ‘সিকন্দর'(Salman Khan’s Sikandar)।
আরও পড়ুন:‘ডাক্তার কাকু’ প্রসেনজিৎ এর সঙ্গে নায়িকা কে!
তথ্য অনুসারে রাজকুমার গুপ্তা নির্মিত ‘রেইড ২’ ছবিটি প্রথম দিনে আয় করেছে ১৮.২৫ কোটি টাকা। জানা যাচ্ছে অজয় দেবগনের ছবিটি শনিবার এবং রবিবার একলাফে অনেকটা বেশি আয় করবে। অর্থাৎ সপ্তাহেন্তে প্রায় ৬৫- ৭৫ কোটি টাকার মতন বক্স অফিসে আসতে পারে।
‘রেইড ২’-এ দৃঢ়প্রতিজ্ঞ আইআরএস অফিসার অময় পট্টনায়েক অর্থাৎ অজয় দেবগন ফিরে আসার পর, যিনি এখন পর্যন্ত ৭৪টি অভিযান পরিচালনা করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সময় তাকে একই সময়ের জন্য বদলি করা হয়েছে। আগের ছবির মতো, সিক্যুয়েলটিও আয়কর অভিযানের উপর ভিত্তি করে তৈরি, কিন্তু এবার, এটি ভিন্ন। প্রথম কিস্তির তুলনায় আরও বেশি লাভের আশায়, রেইড ২-তে পট্টনায়েক একজন শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব দাদাভাই (রীতেশ দেশমুখ) এর সাথে সংঘর্ষে লিপ্ত হন। এ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর।