কলকাতা: মুক্তি পেয়েছে ‘আবার প্রলয়ে’র (Abar Praloy) অফিসিয়াল টিজার। যেখানে দেখানো হয়েছে, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতে নারীপাচারের মতো অপরাধ। যার পর্দাফাঁস করতে বদ্ধপরিকর পুলিশ অফিসার ‘অনিমেষ দত্ত’ ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়। তবে টিজার প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে নেটমহলে। চর্চা হচ্ছে ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty) ‘লুক’ নিয়ে। গুঞ্জন, সিরিজ ‘সেক্রেড গেমস’-এর পঙ্কজ ত্রিপাঠির লুক নাকি হুবহু অনুকরণ করা হয়েছে। একই রকম চুল, পোশাক। এমনকি চোখের চশমাটি পর্যন্ত এক! আর তা নিয়ে পরিচালক রাজ চক্রবর্তীকে (RajChakraborty) ট্রোল করলেন, ‘চিরদিনই তুমি যে আমারে’র নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
নাম না করেই রাজ চক্রবর্তীকে কটাক্ষ করেছেন অভিনেতা। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘যে একদা কপি করিত, আজও কপি করে। শুধু তামিল ছেড়ে স্যাক্রেড গেমসের পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে। এটাই যা….।’ পোস্টের শেষে লিখেছেন ‘ট্রোলস আর ওয়েলকাম’। রাহুলের এই পোস্টের নীচেও অজস্র মন্তব্য। রাজকে উদ্দেশ্য করে কেউ কেউ তো লিখলেন, চিরদিনই তুমি যে কপি!
এদিকে ঋত্বিক চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপকামিং ওই প্রজেক্টের টিজার শেয়ার করে লেখেন, ‘আবার প্রলয়! টিজার এসে গেল। রাজ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ আসছে জি ফাইভে।’ ওই পোস্টেও অনেকে লুক নিয়ে খোঁচা দিয়েছেন ঋত্বিককে। এক ফেসবুক ইউজার লেখেন, ‘পঙ্কজ ত্রিপাঠী গুরুজি!’ ওই কমেন্ট মেনশন করে ঋত্বিকের জবাব, ‘ভারতীয় গুরুজিরা অনেকেই এমন দেখতে।’ নেটিজেনের পালটা উত্তর, ‘আলবাত হয়। গুরুজির বাণী পেয়ে ধন্য হলাম। শুভেচ্ছা।’