অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হতে চলেছেন প্রভাস-পূজা হেগড়ে জুটির নতুন ছবি ‘রাধে শ্যাম’।নতুন বছরের ১৪ জানুয়ারি গোটা দেশের পাশাপাশি গোটা বিশ্বেও মুক্তি পাচ্ছে পরিচালক রাধা কৃষ্ণ কুমারের এই ছবি।দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রভাসের ‘রাধে শ্যাম’ দেখার সুযোগ পাবেন সিনেপ্রেমীরা।ছবি নিয়ে রীতিমতো তোলপাড় বাহুবলীর ভক্তরা।সদ্যই ‘রাধে শ্যাম’ নিয়ে মিলেছে দারুণ খবর।পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ আইম্যাক্স স্ক্রিনটি রয়েছে মেলবোর্ন শহরে।মুক্তির দিন সকালে মেলবোর্নের সেই আইম্যাক্স থিয়েটারেই প্রদর্শিত হতে চলেছে ‘রাধে শ্যাম’।প্রভাসের ছবির এটা অন্যতম বড় প্রাপ্তি বলেই মনে করছেন প্রভাস ভক্তরা।
একের পর এক ছবিতে মূলত অ্যাকশন স্টার রূপেই প্রভাসকে দেখতে অভ্যস্থ তাঁরা।তবে ‘রাধে শ্যাম’-এ পূজা হেগড়ের সঙ্গে চুটিয়ে অনস্ক্রিন রোম্যান্স করেছেন দক্ষিণী সুপারস্টার।মুক্তির পর বক্সঅফিসে তোলপাড় ফেলে দেবে ছবি।এমনটাই বলছেন বিশেষজ্ঞ মহল।