কলকাতা: মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ (Putul Nacher Itikotha)। পরিচালক-অভিনেতা সুমন মুখোপাধ্যায়ের (Suman Mukherjee) এই কালজয়ী উপন্যাস তাঁর হৃদয়ের কাছাকাছি। বহুদিন ধরেই এই ছবি তৈরির স্বপ্ন বুনেছেন পরিচালক। চলেছে এক দীর্ঘ অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শশী, কুসুম ও কুমুদের জীবন এবার উঠে আসবে বড়পর্দায়। এই ছবির মুক্তির দিন জানালেন পরিচালক।
বইয়ের পাতা থেকে রূপোলি পর্দায় এর আগেও উঠে এসেছে বহু গল্প ও উপন্যাস। এবার ঠিক সেভাবেই মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ আসছে পর্দায়। দীর্ঘ অপেক্ষার পর ছবির প্রযোজনা সংস্থার অফিশিয়াল ইনস্টাগ্রামে জানানো হল ‘পুতুলনাচের ইতিকথা’ মুক্তির দিনক্ষণ। আগামী ১ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি ‘পুতুলনাচের ইতিকথা’। পর্দায় শশী, কুসুম ও কুমুদকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সাহিত্যপ্রেমী থেকে সিনেপ্রেমীরা। আগেই জানা গিয়েছিল যে, এই ছবিতে স্বাধীনতা পূর্ববর্তী সময়কে তুলে ধরা হবে।
আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে জঙ্গলে তথাগত
কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। জয়া আহসান ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে। এই ছবি নিয়ে ছবির পরিচালক সুমন মুখোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই ছবির পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন এই ছবি করতে। তাঁর প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।
অন্য খবর দেখুন