পরিচালক সায়নদীপ চৌধুরী নিয়ে আসছেন তার প্রথম ছবি ‘আসমানী ভোর”।মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে এই ছবির শ্যুটিং শুরু হয়েছে।
ছবির মুল গল্প , ধর্মবিদ্বেষ এর উর্দ্ধে গিয়ে যে ছবি ভালোবাসতে শেখায়।
দুনিয়ায় সং সাজা বহুরূপী র থেকে মুখোশ ধারী বহুরূপী র সংখ্যা অনেক বেশি। কে যে কখন কার পেছনে ছুরি বসায় বোঝা বড়োই কঠিন আজও মনুষত্বের থেকে ধর্মই মানুষের কাছে বড়। যে ধর্মের জন্যই মানুষে মানুষে হানাহানি। কিন্তু রক্ত যে লাল। আর সেই রক্তের তো কোনো ধর্ম নেই। তাই মাঝে মাঝে সেই ধর্মকে ছাপিয়ে গিয়েও বড় হয়ে ওঠে সম্পর্ক। এমনই এক টানাপোড়েনের গল্প নিয়ে আসছে ‘আসমানী ভোর’।
এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবদূত ঘোষ, কিঞ্জল নন্দ এবং পূজারিণী ঘোষ কে এছাড়াও অন্যান্য ভুমিকায় রয়েছেন দীপক হালদার, অমিত সাহা, রাহুল দেব ঘোষ,সমীর সুত্রধর প্রমুখ