গোয়ায় ছিমছাম এক বিয়ের অনুষ্ঠানে এক বছরের পুত্র সন্তান কৃষিবকে কোলে নিয়েই স্বামী কুনালের সঙ্গে বিয়ে সারলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সিঁদুর পড়লেন পূজা কুণালের হাতে। তার পরনে ছিল গোলাপি শাড়ি গলায় গোলাপ ফুলের মালা। কুনালের পাঞ্জাবিতে গোলাপি রং। গতকাল সোমবার একই দিনে চন্ডিগড় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড যুগল রাজকুমার রাও-পত্রলেখা। আনুষ্ঠানিক বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় পূজা দুজনের অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ফের নব দম্পতি’। একই ছবি শেয়ার করে কুনাল লিখেছেন, ‘তুমিই আমার রানী’। অনেক বছর ধরে কুনাল ভার্মা সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও, অন্তঃসত্ত্বা হওয়ার খবর লুকিয়ে রেখেছিলেন পূজা। তবে গত বছরের এপ্রিল মাসে জমজমাট বিয়ের আসর বসাতে চেয়েও করোনার কারণে তা বাতিল করতে হয়েছে। অন্তঃসত্ত্বা অবস্খাতেই কুনালের সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে করেছিলেন পূজা। ছেলের বয়স এক বছর হয়ে গেলেও বিয়ের অনুষ্ঠান করার ইচ্ছেটা মনের মধ্যে থেকে গিয়েছিলো পূজার। তাই আর দেরি না করে ছেলেকে নিয়েই গোয়ায় বিয়ের অনুষ্ঠানের ইচ্ছেপূরণ করলেন পূজা-কুনাল।
দেবের সঙ্গে ‘চ্যালেঞ্জ ২’, ‘হইচই আনলিমিটেড’ ছবিতে দেখা গিয়েছিল পূজাকে। এছাড়া ছোটপর্দাতেও বেশ জনপ্রিয় পূজা।