‘বব বিশ্বাস’ রূপে সদ্যই সামনে এসেছেন অভিষেক বচ্চন। শুক্রবারই মুক্তি পেয়েছে হিন্দি ছবি ‘বব বিশ্বাস’-এর ট্রেলার। ট্রেলারে জুনিয়র বচ্চনকে দেখে মুগ্ধ হয়েছেন তাঁর ভক্তরা। অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরাও। ‘বব বিশ্বাস’-এর ট্রেলার সামনে আসার পর সবথেকে বড় প্রশংসাটা বোধহয় পেয়েই গেলেন অভিষেক! ট্রেলারে মুগ্ধ স্বয়ং বিগ বি। ছেলেকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অমিতাভ।
‘বব বিশ্বাস’-এর ট্রেলার দেখার পর সোশ্যাল সাইটে অভিষেকের প্রশংসা করলেন অমিতাভ বচ্চন। অভিষেকের বাবা হিসেবে তিনি গর্বিত, এমনটাই লিখেছেন অমিতাভ। অবশ্য এই বারই প্রথম নয়, এর আগেও ছেলের অভিনয়ের প্রশংসা করেছেন বিগ বি। ‘দ্য বিগ বুল’ রিলিজের পর ছেলের পারফর্মেন্সে যারপরনাই খুশি হয়েছিলেন অমিতাভ।
T 4100 – I am proud to say you are my Son ! … BYCMJBBN .. !! ❤️?????????? https://t.co/yk3BIzJIEb
— Amitabh Bachchan (@SrBachchan) November 19, 2021
অমিতাভ ছাড়াও ‘বব বিশ্বাস’ অভিষেকের প্রশংসা করেছেন বলিউডের একঝাঁক তারকা। ট্রেলারে মুগ্ধ ক্যাটরিনা কাইফ, ববি দেওল, কুনাল কাপুর। ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন দিদি শ্বেতা বচ্চন নন্দাও।
সাধারণ দর্শক থেকে সমালোচক, বলি তারকা সকলেই ‘কাহানি’-র স্পিন অফে অভিষেকের পারফর্মেন্সকেই পাখির চোখ করেছিলেন, অভিষেকেও চরিত্রটির প্রতি সুবিচারই করেছেন।