আলোর উৎসবে ভক্তদের শুভেচ্ছা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একাধিক ছবি শেয়ার করেই দিওয়ালির শুভেচ্ছা জানালেন দেশি গার্ল।
লেহেঙ্গা আর কুন্দনের গয়নার সেটে বরাবরেই মতোই সুন্দরী লাগছিলেন প্রিয়াঙ্কা। ভক্তরা প্রিয় নায়িকাকে এমন স্টাইলিশ আন্দাজে দেখে ঠিক কতোটা মুগ্ধ হয়েছেন তা পিগি চোপসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই মালুম হচ্ছে।ছবির ক্যাপশনে সকলের জন্য ভালবাসা, আনন্দ আর আলোর প্রার্থনা জানিয়েছেন দেশি গার্ল।
View this post on Instagram
স্পেনে ‘সিটাডেল’-এর শ্যুটিং শেষ করে সদ্যই নিক জোনাসের কাছে ফিরে গেছেন প্রিয়াঙ্কা। বোঝাই যাচ্ছে এবারের দিওয়ালিটা যুগলে দারুণ মজা করেই কাটাবেন নিক- পিগি।
কাজের ক্ষেত্রে বিদেশে কাজের পাশাপাশি খুব শিগগিরই ফারহান আখতারের ‘জি লে জারা’-র শ্যুটিং করতে দেশে ফিরবেন দেশের মেয়ে। ‘জি লে জারা’ ছাড়াও তাঁর হাতে রয়েছে রুশো ভাইদের ছবির কাজ, ‘ম্যাট্রিক্স ৪’-এও দেখা যাবে প্রিয়াঙ্কাকে।