ওয়েব ডেস্ক: মেট গালা ২০২৫ (Met Gala 2025)- এ, তারকাদের ভিড়। বলিউড কিং শাহরুখ খান (Shahrukh Khan) থেকে শুরু করে কিয়ারা আদবানি (Kiara Advani), ভিড় করেন অনেকেই। আর সেখানেই বরের হাতে হাত রেখে উপস্থিত হন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে হাতে হাত রেখে মেট গালার মঞ্চে উপস্থিত হলেন নায়িকা। কিন্তু সকলের নজর কাড়ল নায়িকার ড্রেস।
View this post on Instagram
আরও পড়ুন: মেট গালায় ঐতিহাসিক ডেবিউ শাহরুখের…মুগ্ধ অনুরাগীরা
সাদার উপর কালো পোলকা ডটের স্টাইলিশ কো-অর্ড সেটে ধরা দিলেন নায়িকা, সঙ্গে মাথায় বড় কালো টুপি। বরের হাতে হাত রেখে মেট গালার মঞ্চে উপস্থিত হলেন নায়িকা। রং মিলন্তি করে যুগলে উপস্থিত হলেন এই মঞ্চে। নিকের পড়নে ছিল সাদা শার্ট, কালো জিন্স।
দেখুন অন্য খবর