কিছুদিন আগেই পাভেলের ‘মন খারাপ’-এ অভিনয় শুরু করেছিলেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সে ‘মন খারাপ’ এর দ্বিতীয় কিস্তিরকাজ শুরু হওয়ার কথা আগামী ৩০ নভেম্বর। অর্থাৎ ছবির শুটিং এখনও শেষ হয়নি। এর মধ্যেই জাতীয় স্তরে একটি হিন্দি মিউজিক ভিডিয়োর কাজ শেষ করেফেলেছেন অভিনেত্রী। বিদুলা ভট্টাচার্যের পরিচালনায় ।পাভেলের ছবিতে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
চলতি বছরেই প্রায় পাঁচটি মিউজিক ভিডিয়োর কাজ করে ফেলেছেন প্রিয়াঙ্কা। তবে এবার ইন্ডাস্ট্রির অন্দরের খবর হল প্রিয়াঙ্কা ইতিমধ্যেই বলিউডের হিন্দি ছবিতে কাজ করেছেন। এটি একটি জাতীয় স্তরের ওটিটিতে মুক্তির কথা।
ছবির পরিচালক শ্রীতমা দত্ত। অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কার সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। মুলত বাবা ও মেয়ের সম্পর্কের গল্প বলবে । ধারাবাহিক থেকে কেরিয়ার শুরু করে বলিউডে যাত্রা শুরু হল প্রিয়াঙ্কার।