করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের দাপটে ফের দুশ্চিন্তার ছায়া বলিপাড়ায়।একের পর এক ছবি পিছনোর চিন্তাভাবনা করছেন প্রযোজকরা।নতুন বছরের ২১জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘পৃথ্বীরাজ’।ঐতিহাসিক কাহিনিনির্ভর এই ছবির পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।ছবিতে পৃথ্বীরাজ অক্ষয়ের বিপরীতে দেখা যাবে সংযুক্তা মানুষী চিল্লরকে।ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত এবং সোনু সুদও।গত নভেম্বরেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার।সোমবারই মুক্তি পাওয়ার কথা ছিল ‘পৃথ্বীরাজ’-এর ট্রেলার।কিন্তু শোনা যাচ্ছে ছবির মুক্তি পিছনোর পরিকল্পনা করছেন পরিচালক আদিত্য চোপড়া।দেশের বর্তমান কোভিড পরিস্থিতি যাচাই করে নিতে চান যশ রাজ ফিল্মসের কর্ণধার।
সেই কারণেই এদিন ‘পৃথ্বীরাজ’-এর ট্রেলার মুক্তি পাবে না বলেই খবর।তবে চলতি সপ্তাহেই ছবির ট্রেলার প্রকাশ্যে আসবে বলে শোনা যাচ্ছে।ছবি মুক্তির নতুন দিনক্ষণ ট্রেলারের মাধ্যমেই জানানো হবে বলে খবর।