প্রায় এক যুগ প্রেমের সম্পর্কে ছিলেন এই বলিউড যুগল। এ মাসের মাঝামাঝি তারা সাত পাকে বাঁধা পড়েছেন। নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেরাই শেয়ার করেছেন এই জুটি। চণ্ডীগড়ের অভিনয় সুখবিলাস স্পা রিসর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। সপ্তাহ খানেক আগে সদ্য বিবাহিত দম্পতি মুম্বই ফিরেছেন। খুব স্বাভাবিক কারণেই বিমানবন্দরে বলিউড অভিনেতা রাজকুমার রাও এবং পত্রলেখাকে পাপারাজ্জিরা ঘিরে ধরেছিল। সেই ছবি অপ্রকাশ্যে এসেছে তাতেই দেখা গিয়েছিল লাল রঙের শাড়ির সঙ্গে তার গলায় ঝুলছে মঙ্গলসূত্র। বাঙ্গালী নববধূর কপালে ছিল লাল টিপ, মাথায় সিঁদুর। নেটিজেনদের নজর কেড়েছিল পত্র লেখার মঙ্গলসূত্র। বিয়ের আসর যেমন জমি দিয়েছিল ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় তৈরি পত্র লেখার লেহেঙ্গা। যার পাড়ে লেখা ছিল বাংলায় স্বামী রাজকুমারকে নিবেদন করে ভালোবাসার কথা। এবার নজর কাড়লো তার মঙ্গলসূত্র। সূত্রের খবর এই মঙ্গলসূত্র টি দাম নাকি প্রায় ২ লক্ষ টাকা। যা শুনে নেটিজেনদের চোখ কপালে ওঠার জোগার। চক্ষু ছানাবড়া। বিমানবন্দরে বেশকিছু বাঙালি যাত্রী তাঁকে ‘বৌদি’ বলে সম্মোধন করতে ভোলেনি।কী?