মহাভারত মার্ডারস্ নামে ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন আহত হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং অর্জুন চক্রবর্তী। শ্যুটিং চলাকালীন সেটে আচমকাই ঢুকে পড়ে বেপরোয়া বাইক। শ্যুটিং-এর কর্ডন ভেঙে ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে।
সূত্রের খবর শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ রাজারহাটের রাস্তায় মহাভারত মার্ডারস্-এর শ্যুটিং করছিলেন প্রিয়াঙ্কা সরকার। সেই সময়েই সেটে ঢুকে পড়ে বেপরোয়া এক বাইক। শ্যুটিং চলাকালীন মত্ত বাইকে ধাক্কায় গুরুতর আহত হন প্রিয়াঙ্কা। অর্জুন এবং প্রিয়াঙ্কাকে স্থানীয় এক হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর নিয়ে যাওয়া হয় বাইপাসের বেসরকারি হাসপাতালে।
হাসপাতালে ভর্তি আছেন প্রিয়াঙ্কা। তাঁর পায়ের হাড় ভেঙে গেছে,শারীরিক অন্য কোনও সমস্যা নেই অভিনেত্রীর। শনিবারই প্রিয়াঙ্কার পায়ে অস্ত্রপচার হওয়ার কথা। মত্ত বাইকচালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।