লোভে পড়ে কখনো নিজের কাছের মানুষকে আঘাত করতে দেখেছেন! আর যদি এরকম একটা সুযোগের কথা বলা হয় যেখানে কাছের মানুষকে আঘাত করলে তবেই টাকা আসবে। পরিশ্রম নেই আছে অত্যাচার।
ধারে দেনায় তলিয়ে যাওয়া, বাড়ির ভাড়া দিতে না পারা লিভ ইন এক কাপেলের কাছে আসে এক অদ্ভুত ছবি, যে ছবির সামনে দাঁড়িয়ে একজন আরেকজনকে যতটা ক্ষতবিক্ষত করতে পারবে তার ভিত্তিতে ছবির ভেতর থেকে টাকা আসবে। এই অদ্ভুত ছবি এবং তা ভিত্তিক এক কপোত-কপোতীর জীবন ধরা পড়ল পরিচালক সৌপ্তিকের ওয়েব সিরিজ ‘খেলা শুরু’তে। যার স্ট্রিমিং চলছে ‘ক্লিক’-এ।
আরও পড়ুন:লন্ডনে ‘দ্য ঘোস্ট’ নাগার্জুনা
সম্প্রতি হয়ে গেল এই ওয়েব সিরিজের প্রিমিয়ার। প্রিমিয়ারে উপস্থিত কলাকুশলীরা অর্থাৎ সৌপ্তিক,রাণাকে প্রশ্ন করা হয় বাংলা চলচ্চিত্র জগতের ভিতরে চলা কোন খেলাটা তারা বন্ধ করতে চান। রানা বসু ঠাকুরের কথায় ইন্ডাস্ট্রির ভেতরে চলা মনোপলি বন্ধ হয়ে নতুন প্রজন্মের পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রীদের সুযোগ দেওয়া শুরু হোক। অন্যদিকে সৌপ্তিকের কথায়, বাংলা চলচ্চিত্র জগতে এমন কোন খেলা চলে না যা বন্ধ হওয়ার দরকার তবে সিনেমা হলগুলো পুরোদমে চলতে শুরু করুক বক্সঅফিসের এই খেলাই চান তিনি।
আরও পড়ুন:রশ্মিকার মিশন বলিউড
নিজের চরিত্র প্রসঙ্গে বলতে গিয়ে মজার এক হাসি দিয়ে রনিতা জানালেন এই সিরিজে করা যাবতীয় অত্যাচার হয়তো সৌপ্তিক এর ভেতরে জমা এতদিনের ফ্রাস্ট্রেশনের ফলাফল হয়ে ধরা দিয়েছে চিত্রনাট্যে।
অন্যদিকে অভিনেতা ইন্দ্রাশিষ, পরিচালক সৌপ্তিককে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে জানালেন, রোমান্স এবং অলৌকিকতা তার সঙ্গে ভৌতিক ঘটনার মিশেলে এই ওয়েব সিরিজ নিঃসন্দেহে যথেষ্ট প্রশংসার দাবি রাখে।
প্রেম,লোভ এবং তার সঙ্গে অফুরান টাকা পাওয়ার পরিণতি জে কী ভয়ানক হতে পারে তা জানতে দর্শককে চোখ রাখতে হবে ক্লিক এর ‘খেলা শুরু’তে।