দুর্গাপুজোর আগেই কলকাতার বিভিন্ন এলাকায় শ্যুটিং করে গেছেন দক্ষিণের তারকা অভিনেত্রী কাজল আগারওয়াল। ছবির নাম ‘উমা’। এবার এই ছবির পোস্টার মুক্তি পেল স্যোশাল মিডিয়ায়। কাজল নিজে এই পোস্টার তাঁর টুইটারে পোস্ট করে জানান, সিটি অফ জয় কলকাতায় শ্যুট হয়েছিল ‘উমা’ ছবির। তিনি খুবই উচ্ছ্বসিত এই ছবি নিয়ে। প্রসঙ্গত এই ছবিতে প্রধান প্রটাগনিস্ট এর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন তথাগত সিংহ।
হিন্দি ছবি ‘উমা’ একটি একান্নবর্তী পরিবারের গল্প বলবে, মুলত ফ্যামিলি ড্রামা, তবে এর মধ্যেও রয়েছে টুইস্ট অ্যান্ড টার্ন। ছবিতে কাজল এর সঙ্গে দেখা যাবে হর্ষ ছায়া, টিপু আনন্দ ও অনেকে। কলকাতার প্রেক্ষাপটে ছবিটি হয়েছে। তাই টলিউডের অনেক অভিনেতাকেও দেখা যাবে। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘উমা’।