কলকাতা : ব্যোমকেশ-ফেলুদার পর আবার এক নতুন গোয়েন্দা চরিত্রে পর্দায় আসতে চলেছেন জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। কাঠমান্ডু নয়, এবার ‘যত কান্ড কলকাতাতে’ই নাকি হবে! আর এই সমস্ত কান্ড ঘটাবেন নেপথ্যে থেকে পরিচালক অনিক দত্ত। নতুন ছবি ‘যত কান্ড কলকাতাতেই’ ঘোষণা করা হলো সদ্য। বৃহস্পতিবার প্রকাশ্যে এলো প্রথম পোস্টার।
‘সত্যবতী’ সোহিনী সরকারকে সঙ্গে নিয়ে নতুন গোয়েন্দার ভূমিকায় ধরা দিতে চলেছেন আবির চট্টোপাধ্যায়। পরিচালক অনীক দত্তর ভাবনায় টলিউডে আর এক নতুন গোয়েন্দার সংযোজন। এই গোয়েন্দাবাবু কেমন হবেন তা নিয়ে দর্শকদের কৌতূহল এর শেষ নেই। কতটা মিল থাকবে ফেলু মিত্তির, ব্যোমকেশ,শবর,কিরীটীদের সঙ্গে এই নতুন বাঙালি গোয়েন্দার! গোয়েন্দা যখন স্বভাবতই উদ্বেগ-উৎকণ্ঠায় থাকবে এই চরিত্রটি তা নিয়ে কিছু বলার নেই। কিন্তু মগজাস্ত্রের গতিবেগ কেমন হবে এই নতুন গোয়েন্দাবাবুর!
পোস্টারে সত্যজিৎ বাবু ঘরানার ছোঁয়া রয়েছে। রয়েছে ‘যত কান্ড কলকাতাতেই’। হোস্টারে দেখা যাচ্ছে আবির চট্টোপাধ্যায়ের পাশে একজন মহিলা। দুজনেই অবাক হয়ে উপরের দিকে তাকিয়ে রয়েছেন তার পিছনে কলকাতার ট্রাম থেকে গাড়ি, ট্যাক্সি,বাড়ি সহ সবই দেখা যাচ্ছে। শহরেই ঘটবে কিছু কান্ড। কি কি ঘটবে তা দেখার জন্য গোয়েন্দা কাহিনীর ভক্ত বাঙালিরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনীক দপ্তর নিজেরই লেখা গল্প নিয়ে তৈরি হচ্ছে এই গোয়েন্দা কাহিনী। আগামী বছর অর্থাৎ ২০১৪ সালের পুজোর সময় এই ছবি মুক্তি পাওয়ার কথা।