সমাজে নানা ধরণের অপরাধ চলতে থাকে। অপরাধী ভাবে তার এই অপরাধ কেউ জানতে পারবেনা। তবে এমন কেউ হয়তো থাকে ,যে নিঃশব্দে সব কিছু দেখছে। অনেকেই মনে করেন আমাদের এই পৃথিবীর অন্য একটি ডাইমেনসন রয়েছে, একই সময়ে একই যায় রয়েছে অন্য এক জগৎ ।এই ধারণা রাখেন একজন লেখক অলক, তিনি তাঁর দৃষ্টিকোণ থেকে অন্য জগৎ এর উপস্থিতি দেখতে পান। এই বিষয়কে ভিত্তি করে পরিচালক কৌশিক কর একটি রহস্য রোমাঞ্চকর হিন্দি ছবি তৈরি হয়েছে। ছবির নাম ‘ছিপকলি’।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশপাল শর্মা। তাঁর সঙ্গে রয়েছেন যোগেশ ভরোদ্বাজ। মুলত একটি রহস্য ভেদ করতেই একজন গোয়েন্দা মুখোমুখি হয় এক লেখকের । এই ছবিতে লেখকের চরিত্রে রয়েছেন যশপাল শর্মা। তাঁর কথায়, এই ছবিতে কাজ করে তিনি খুব খুশি। করোনার দ্বিতীয় ঢেউ এর পর যখন তিনি খুব ভেঙে পড়েন, সেই সময়েই ‘ছিপকলি’ ছবিতে কাজ করার সময় জীবনকে অন্যভাবে দেখতে শেখেন। এই ছবিতে কাজের অভিজ্ঞতা সারাজীবন মনে রাখবেন। পশ্চিমবঙ্গের বহরমপুর এলাকায় ছবির শ্যুটিংয়ের সময় বাংলায় থাকার সৌভাগ্য হয়েছে তাঁর। এই রকম কঠিন চরিত্র এর আগে তিনি কখনো করেননি। অনেক লম্বা চরিত্র করলেও এই ছবিতে যে পরিমাণ সংলাপ ও অভিনয়ের সুযোগ পেয়েছেন, তাতে তিনি মনে করেন এটা তাঁর জীবনের স্মরণীয় ছবি হয়ে থাকবে। চিত্রনাট্যের প্রতি ধাপে নতুন মোচড় রয়েছে। এই চরিত্রটি বেশ জটিল ও রহস্যে ভরা।এই ছবির কাজ শেষ হয়েছে। বছরের শেষে মুক্তি পাওয়ার কথা ছিপকলি ছবির। ছবির প্রযোজনা ও সঙ্গীতের দায়িত্বে রয়েছেন মিমো।
দার্শনিক দৃষ্টিকোণ থেকে একটি টানটান থ্রিলার পরিবেশন করার চেষ্টা করছেন পরিচালক। সর্বভারতীয় স্তরে এই ছবির পোস্টার মুক্তি পেল আজ ৬ জুলাই। এই ছবির মাধ্যমে অভিনেতা যশপাল শর্মা অন্য অবতার দেখতে পাবে দর্শক। যশপাল শর্মা ও যোগেশ ভরোদ্বাজ এর পাশাপাশি এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তন্নিষ্ঠা বিশ্বাস।