পর্নস্টার না কি লেসবিয়ান কোনটা বেশি পছন্দ এই লাস্যময়ী বলিউড অভিনেত্রীর! তার নাম শোনা মানেই চোখের সামনে অনেক কিছু ভেসে ওঠা। তার নাম মানে বিতর্কের বেড়াজালে আটকে যাওয়া। বরাবরই নেট দুনিয়ায় অ্যাক্টিভ এই অভিনেত্রী। সম্প্রতি তাঁর একটি সাক্ষাৎকার আবার ভাইরাল হয়েছে। নেটিজেনদের মধ্যে তাকে নিয়ে আবার নতুন প্রশ্ন উঠেছে তিনি কি লেসবিয়ান? তার স্বামী মার্কিন সঙ্গীতশিল্পী ড্যানিয়েল নাকি সানিকে প্রথম দেখে তেমনটাই ভেবেছিলেন। সে তথ্য প্রাক্তন পর্নস্টার সানি লিওনি নিজেই ফাঁস করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় যারা ঘোরাফেরা করেন তারা জানেন তার শরীরী বিহঙ্গে কিভাবে তিনি তরুণ থেকে আরম্ভ করে সমস্ত বয়সের পুরুষকে কাত করে দেন। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফের নানান মুহূর্তের ছবি ভিডিও সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লাইমলাইটে থাকতে ভালোবাসেন সানি লিওনি। আর এইবার নিজের সম্পর্কে নতুন এক তথ্য ফাঁস করে ফের চর্চায় এসে পড়েছেন তিনি। সানি বলেছেন, তিনি যখন লাসভেগাসে ছিলেন তখন এক বান্ধবীর সঙ্গে থাকতেন। তা শুনে নেটিজেনদের প্রশ্ন তাহলে পর্নস্টার সানি লিওনি লেসবিয়ানও ছিলেন? ড্যানিয়েলের ব্যান্ড টিমের একজনের সঙ্গেই দেখা করতে যেতেন সানি। তার নাম পাওলি শোর । তিনি একজন কৌতুক অভিনেতা। পরে তিনি সানির সঙ্গে আর সম্পর্ক রাখেন নি। অবশেষে পাওলির জন্যই তিনি ড্যানিয়েলকে পেয়েছেন। এ প্রসঙ্গে সানি বলেছেন তাদের প্রথম দেখাতেই ড্যানিয়েল তাকে সমকামী ভেবেছিলেন।