কলকাতা: সিনেমার চিত্রনাট্যের বিষয়বস্তু মূলত ভৌতিক হলেও নেপথ্যে থাকবে সামাজিক বার্তা। ছবির নাম ‘পরী-মনি'(Pori-Moni)। তনুশ্রী চক্রবর্তী(Tanusree Chakraborty), রজতাভ দত্ত(Rajatava Datta) ও দেবরাজ অভিনীত এই ছবি দর্শকদের মধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি করেছে। ছবির গল্প লিখেছেন সিদ্ধার্থ চক্রবর্তী(Sidharthya Chakrborty)।
চিত্রনাট্য অনুযায়ী এটি একটি সামাজিক হরর গল্প। এই ঘটনাটি অতি সাধারণ এক ঘরের মধ্যে। গল্পের কেন্দ্রীয় চরিত্র পরী একজন কিশোরী মেয়ে। এই ছবি তুলে ধরবে এক মায়ের মানসিক বিপর্যয় নারীর চেতনার বিকৃতি এবং সমাজের নীরব নিষ্ঠুরতার বিরুদ্ধে এক বিদ্রোহ।
এই হরর থ্রিলার ছবিটি নিয়ে তনুশ্রী জানাচ্ছেন যে ‘পরী মনি’ তার কাছে একটি বিশেষ ছবি। তার মতে তার চরিত্রটির মধ্যে অনেক শেড আছে। এই ছবিতে রজতাভ অর্থাৎ রনি যথেষ্ট নজর কাড়ার মতন কাজ করেছেন।
ছবি নিয়ে পরিচালকদ্বয় সিদ্ধার্থ চক্রবর্তী(Sidharthya Chakrborty) ও সৌভিক দে(Souvik Dey)-র বক্তব্য–“‘পরী মণি’ শুরু হয়েছিল একটি ভূতের ছবি হিসেবে, কিন্তু যখন আমরা গল্পটি গঠন করতে শুরু করি, তখন বুঝলাম এটি আসলে আমাদের সমাজেরই প্রতিফলন
‘পরী মণি’ আসলে এক রহস্যময় গল্প, তবে তার থেকেও বেশি — এটি একটি সতর্কবার্তা, যে আমাদের সবচেয়ে ভয়ের বিষয়গুলো অনেক সময় আমাদের সবচেয়ে কাছের জায়গা থেকেই উঠে আসে।”