শুধু পার্বতী নয়, টেলিভিশনের পর্দায় এবারের মহালয়া অনুষ্ঠানে দেবীর অন্যান্য রূপেও দেখা যাবে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে।
পুজোর কাউন্টডাউন প্রায় শুরু হয়ে গেছে বললেই চলে। শুধু রেডিও নয় টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনী দেখার অভ্যাস তৈরি হয়েছে বেশ কয়েক বছর ধরে দর্শকদের। যা নিয়ে উৎসাহে কোন ভাটা নেই। দেবীপক্ষের সূচনায় প্রতিবারই বিভিন্ন চ্যানেলের মধ্যে থাকে প্রতিযোগিতা। কোন অভিনেত্রীকে দেখা যাবে কোন চ্যানেলে দেবী দুর্গা রূপে। তাছাড়াও অন্যান্য দেবদেবীর ভূমিকায় কারা থাকবেন তা নিয়েও কৌতুহল। এবছর জি বাংলায় মহালয়ার সকালে ‘নবপত্রিকায় দেবীবরণ’ অনুষ্ঠান। যেখানে দেবীর নয় রূপে দেখা যাবে।
প্রথমে শোনা গিয়েছিল কুমার ভূমিকায় থাকবেন দিতিপ্রিয়া এবং এই চ্যানেলের অন্যান্য মেগা নায়িকাদের দেখা যাবে দেবীর বিভিন্ন রূপে। কিন্তু এখন শোনা যাচ্ছে শুধু উমা নয় পার্বতী মহালক্ষ্মী, মহাকালী এবং মহাসরস্বতী রূপেও দেখা যাবে পর্দার রানি রাসমণিকে। মহিষাসুর হবেন ‘ডান্স বাংলা ডান্সে’র অর্ণব।
অসংগত এর আগে একাধিকবার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে দিতিপ্রিয়াকে দর্শকরা পেয়েছেন। গতবছর জি বাংলার এই অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনী হিসেবে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।