বলিউড অভিনেতা সইফ আলী খানের সঙ্গে সদ্য একটি ফটোশুট করলেন অভিনেত্রী বোন সোহা আলী খান।অভিনেত্রী সোহা আলি খান প্রায়ই তার পরিবার এবং বন্ধুদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ভাই- বোনকে একই ফ্রেমে দেখে নেটিজেনরা বিভোর। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারা। ছবি দেখে সইফ-মৃতা কন্যা সারা আলি খান প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সইফের আসন্ন প্রজেক্ট ‘আদিপুরুষ’। এছাড়াও ‘বিক্রম ভেদা’র মত বড় প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। সোহার পোস্ট করা ফটোশুটের ভিডিওতে দেখা যাচ্ছে সইফ ক্রুদের বলছেন তাদেরকে অনুপ্রেরণা দেবার জন্য। যা শুনে সকলেই হেসে ফেলেন।পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে সোহা এবং সাইফের বোন সাবা খান পতৌদি লিখেছেন: “ভালোবাসি বন্ধুরা।” ভিডিও শেয়ার করে ক্যাপশনের সোয়া লিখেছেন,’একজন অভিনেতা একটি ছোট্ট চারা গাছের মত তাঁদের ফুল ফোটার জন্য উৎসাহ এবং প্রেরণা প্রয়োজন হয়।’