ওয়েব ডেস্ক: বিয়ের দু’বছরের মাথায় সুখবর! কয়েকদিন আগেই খুশির খবর শুনিয়ে ছিলেন পরিণীতি (Parineeti Chopra Pregnancy)। মা- বাবা হতে চলেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা (Raghav Chadha)। খব শীঘ্রই জুটির পরিবারে আসতে চলেছে ছোট্ট অতিথি। জীবনের নতুন অধ্যায় চুটিয়ে উপভোগ করছেন। সেই সব মুহূর্তের ছবিও শেয়ার করেছেন।
কপিল শর্মার শোয়ে এসে অভিনেত্রীর স্বামী রাঘব চড্ডা জানান, সুখবর খুব শীঘ্রই দিতে চলেছেন। স্বামীর কথা শুনে চোখ বড় হয়ে যায় পরিণীতির। এই ঘটনার মাস খানেকের মধ্যেই সুখবর শুনিয়েছিলেন অভিনেত্রী। পরিণীতি ও রাঘব চাড্ডা ইনস্টাতে একটি সুন্দর কেকের ছবি শেয়ার করেছেন। যার উপর দুটি ছোট্ট পা আঁকা। তাতে লেখা, ১+১ = ৩। সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট করে পরিণতি লিখেছিলেন, “আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করা সম্ভব না…।”জীবনের নতুন অধ্যায় চুটিয়ে উপভোগ করছেন!
মা হওয়ার খবর দেওয়ার পরে, এই প্রথম সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করলেন নায়িকা। অভিনেত্রীকে দেখা যাচ্ছে সাদা রঙা ড্রেসে। খালি পায়ে পোজ দিলেন হবু মা। রাঘবের সঙ্গে সময় কাটানোর একটি ছবিও শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, তাঁরা দু’জনে বাগানে একসঙ্গে সময় কাটাচ্ছেন। রাঘবের হাতে রয়েছে চায়ের কাপ।
আরও পড়ুন:
পরিণীতিকে দেখে বোঝা যাচ্ছে, তিনি মাতৃত্বের এই নতুন অধ্যায় দারুণ উপভোগ করছেন। পরিবারকে কতটা পাশে পাচ্ছেন, ইত্যাদি সব কিছুরই আন্দাজ পাওয়া যাচ্ছে পরিণীতির পোস্ট থেকে। রাঘব-পরিণীতি দু’জনেই একসঙ্গে সময় কাটাচ্ছেন এবং ছোট ছোট আনন্দ খুঁজে নিচ্ছেন। প্রেগন্যান্সির জার্নিতে ভাল ডায়েট মেনে চলা খুব জরুরি। মম-টু- বি পরিণীতিও নিজের যত্ন নিচ্ছেন।
View this post on Instagram
অন্য খবর দেখুন