বেশ কয়েক মাস হল দেশের বাইরে রয়েছেন পরিণীতি চোপড়া। মনের আনন্দে বিদেশের বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছেন তিনি। করোনাবিধি শিথিল হতেই বেরিয়ে পড়েছিলেন পরিণীতি। সেই থেকেই চলছে ট্রাভেলিং টাইম। নায়িকা ভিনদেশি শহরে ঘোরঘুরিতে ব্যস্ত থাকলেও তাঁর ফ্যানদের মনে কিন্তু পরিণীতির পর্দায় ফেরা নিয়ে প্রশ্নের শেষ নেই! অনেকেই জিজ্ঞেস করছেন ফের কবে বড় পর্দায় দেখা যাবে তাঁদের প্রিয় অভিনেত্রীকে?
সদ্যই ভক্তদের সঙ্গে অনলাইন প্রশ্নোত্তর পর্বে সেই প্রশ্নের জবাব দিলেন পরিণীতি। জানালেন, মহামারীর কালে চুপিচুপি শ্যুটিং সেরেছেন তিনি। তবে নতুন ছবির ঘোষণা করার পিছনে অনেকগুলো শর্ত থাকে। তাই এই মুহূর্তে জনসমক্ষে কোনও কথাই জানাতে চান না পরিণীতি। খুব শিগগিরই তাঁর নতুন প্রোজেক্টের কথা খোলসা করবেন বলেও কথা দিয়েছেন পরিণীতি।
ভক্তদের প্রশ্নের উত্তরে পরি জানিয়েছেন একটা নয়, তাঁর বেশ কিছু আপকামিং প্রোজেক্টের ঘোষণা হতে পারে খুব শিগগিরই। ভক্তরা যে তাঁর আপকামিং প্রোজেক্ট নিয়ে এতটা কৌতূহলী হয়ে আছেন তা বুঝতে পেরে সকলকে ধন্যবাদ আর ভালবাসা জানিয়েছেন পরিণীতি।
এই মুহূর্তে ভক্তরা পরিণীতির নতুন প্রোজেক্টের অপেক্ষায় থাকলেও লকডাউনের মধ্যেই কিন্তু তাঁর তিনটে ছবি মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েছে ‘সাইনা’, ‘সন্দীপ অওর পিংকি ফারার’ আর ‘গার্ল অন দ্য ট্রেন’। প্রতিটি ছবির ক্ষেত্রেই কাহিনি বা চিত্রনাট্য সেভাবে নজর না কাড়লেও পরিণীতির অভিনয়ে কিন্তু দর্শকরা মুগ্ধ হয়েছেন।