ঋষি কাপুরের জুতোয় পা গলাচ্ছেন পরেশ রাওয়াল! ঋষিজির মৃত্যুর পর তাঁর ছেড়ে যাওয়া ‘শর্মাজি নমকিন’ ছবিতে কাজ করবেন পরেশ। ঋষির ফেলে যাওয়া চরিত্রে কাজ করতে পারা পরেশ রাওয়ালের কাছে রীতিমতো চ্যালেঞ্জিং। ঋষির ছেলে রণবীর কাপুর পরেশ রাওয়ালের অত্যন্ত পছন্দের অভিনেতা। চিন্টুজির অভিনয়ও দারুণ পছন্দ করেন পরেশ, শুধুই পছন্দই নয়, তাঁর থেকে অনেক কিছুই শিখেছেন পরেশ।
দামিনী, হাতিয়ার, প্যাটেল কি পঞ্জাবি শাদি সহ একাধিক ছবিতে ঋষির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন পরেশ রাওয়াল। যতবারই কাপুর পরিবারের এই অভিনেতার সঙ্গে সেটে উপস্থিত থেকেছেন তিনি, তত বারই পরেশের অভিজ্ঞতার ঝুলি পূর্ণ হয়েছে। তবে ‘শর্মাজি নমকিন’ নিয়ে একটু টেনশনেই আছেন পরেশ। ছবিতে ৬০বছর বয়সী এক প্রৌঢ়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। এমন একটা ইমোশনাল চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা নিয়ে একটু চিন্তায় আছেন পরেশ। তবে ঋষিজির আশির্বাদে সব ঠিকঠাক মি্টে যাবে বলেই আশাবাদী পরেশ।
ঋষিজির অভিনয়ে বরাবরই মুগ্ধ হন পরেশ রাওয়াল। সেই প্রথম দিন থেকে শুরু করে শেষ ছবি পর্যন্ত ঋষিজি স্ক্রিনে থাকা মানেই ম্যাজিক, মনেপ্রাণে তা মানেন পরেশ। বলিউডে ঋষি কাপুর তাঁর অন্যতম পছন্দের অভিনেতা। ‘শর্মাজি নমকিনে’ এক জন দর্শক হিসেবে ঋষিজিকে দেখতে না পাওয়া তাই আর পাঁচজন সাধারণ দর্শকের মতো পরেশ রাওয়ালের কাছেও মেজর মিসিং!