অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় একের পর এক ছবি নিয়ে ব্যস্ত। এই কিছুদিন আগেই তিনি লন্ডন থেকে ফিরলেন একটি বাংলা ছবির শ্যুটিংয়ের কাজ সেরে। এসেই ‘অন্তর্ধান ‘ ছবির প্রচারে দুই দিন সময় দিয়েই সোজা আবার মুম্বইতে একটি নতুন ছবির শ্যুটিংয়ের কাজে মনোনিবেশ করেছেন।ছবির নাম এখনও ঠিক হয়নি, তবে প্রশ্ন করলে পরমব্রত জানান এটি একটি স্পোর্টস ফিল্ম, আর এটি তৈরি হচ্ছে হিন্দি ভাষায়, তবে এর থেকে বেশি কিছুই তিনি এখন বলতে পারবেন না।
এই ছবির শ্যুটিংয়ের ফাঁকেই দুপুরের খাবার খাওয়ার সময় শ্যুটিংয়ের পোশাক সুরক্ষিত রাখতে তিনি অ্যাপ্রন পড়েছিলেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে জানান, যতোবার তিনি এই অ্যাপ্রন পড়েন, ততোবার তাঁর ছোটবেলার স্কুলজীবনের কথা মনে পড়ে যায়, প্রসঙ্গত পরমব্রত চট্টোপাধ্যায়ের আগামী সিরিজ ‘আরন্যক’ সিরিজটি স্ট্রিমিং শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে। এই সিরিজে তাঁর সঙ্গে দেখা যাবে রবিনা টান্ডন, আশুতোষ রানাকে। পরিচালনা করেছেন বিনয় বকুল।
পরমব্রত চট্টোপাধ্যায় মুম্বইতে বেশ কিছু বছর আগে থেকেই কাজ শুরু করেছে, তবে বড় ব্যানার হলেও গুরুত্বপূর্ণ চরিত্র না হলে পরমব্রত বলিউডের কাজে রাজি হন না। তাই বলাই বাহুল্য নতুন এই স্পোর্টস ফিল্মে পরমব্রতকে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোন চরিত্রে সিনেপ্রেমী দর্শক দেখতে পাবে ।