অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি ‘বনি ‘ মুক্তি পাচ্ছে দুর্গা পুজোয়। এই ছবির প্রচারের পাশাপাশি একটি হিন্দি ওয়েব সিরিজের কাজে এই মুহূর্তে ব্যস্ত পরমব্রত চট্টোপাধ্যায়।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘বনি’ ছবি। ‘বনি’ গল্পের মূল প্রেক্ষাপট কল্পবিজ্ঞান। পরমব্রত র কথায়, এমনিতে বাজেটের অভাবেই বাংলা ছবিতে কল্পবিজ্ঞানের গল্প নিয়ে খুব বেশি ছবি হয়না তবে এই ছবিতে ভিএফএক্স ও ছবির মেকিং নিয়ে কার্পণ্য করতে চাননি পরিচালক। তবে তাঁর মতে শুধুমাত্র ভিএফএক্স নয় , মানবিক সম্পর্কের দিকটাতে জোর দিয়েছেন তিনি।
আরও পড়ুন :‘সেভিংস অ্যাকাউন্ট ‘ খুলছেন অঙ্কুশ
বনি একটি শিশু যার রয়েছে কিছু অলৌকিক ক্ষমতা। গল্পে বনি কোয়েল ও পরমের একমাত্র সন্তান। সপরিবারে পরমব্রত মিলানে থাকে। ফলে ছবির অধিকাং শ্যুটিং করা হয়েছে ইতালিতে।
করোনার বহু আগে শুরু হয়েছিল এই ছবির শ্যুটিংয়ের কাজ। বহুদিন লকডাউনের জন্য ছবি মুক্তি পাচ্ছিলনা। তবে এবার ‘বনি ‘ ছবির মুক্তি পেতে চলেছে , পরমব্রত জানান,
“যদিও করোনা এখনও রয়েছে, তবু ছোটরা তো ভীষণ ভাবে বঞ্চিত, ওদের জীবন থেকে স্কুল কলেজের দুটো বছর হারিয়ে গেল। তাই ওদের যদি একটু আনন্দ দেওয়া যায়, এই বনি ছবিটা পরিবারের সবাইকে নিয়ে দেখার ছবি।
এর আগে এই ধরনের ছবি খুব একটা হয়নি টলিউডে। ফলেই পরিচালনার দিকে বিশেষ নজর দিয়েছেন অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে গান পরিচালনা করছেন অনুপম রায়। অভিনয়ে রয়েছেন কোয়েল মল্লিক, কাঞ্চন মল্লিক ও অঞ্জন দত্ত। পরমব্রত জানান, এই ছবির কলাকুশলীদের থেকে খুব সহযোগিতা পেয়েছেন, নাহলে ইটালিতে এতজন নিয়ে শ্যুটিং করা খুব সমস্যা হত। তবে কাঞ্চনদাকে নিয়ে যাননি ইতালিতে, কারণ কলকাতায় তাঁর ভাগের শ্যুটছিল।পরমব্রত জানান, এই গল্পটি খুব প্রাসঙ্গিক তাই বনি নিয়ে ছবি করার কথা ভেবেছিলেন, তিনি আশ্চর্য হন আটের দশকের শেষের সময়ে এই গল্প লেখেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় , তখনই তিনি আন্দাজ করেছিলেন ভবিষ্যতের বিজ্ঞানের এই বিষয়টি নিয়ে।
তিনি আরও ববেন, “পুজোতে মাস্ক পড়ে যেন দর্শক বনি অবশ্যই দেখে, পরবর্তি সময়ে ওটিটিতে এই ছবি দেখা গেলেও বড় পর্দায় এই ছবি দেখার মজা আলাদা।” পরমব্রত খুবই ব্যস্ত, একের পর এক ছবি ও ওয়েব সিরিজের কাজ চলছে, তাঁর কথা অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে তিনি ফেলুদা র শ্যুটিং শুরু করবেন, পরিচালক অরিন্দম শীল এই সিরিজের পরিচালনা করছেন ।’গ্যাংটকে গন্ডগোল ‘ গল্প নিয়ে হতে চলেছে ফেলুদার নতুন সিরিজ। এই সিরিজে তোপসের ভূমিকায় থাকবে ঋতব্রত মুখোপাধ্যায়। প্রসঙ্গত এর আগেও পরমব্রত একটি ওয়েব সিরিজ পরিচালনা করেছিলেন ফেলুদাকে নিয়ে, সেই সিরিজে ফেলুদার চরিত্রে তাঁকেই দেখা গেছিল।