মুম্বই : ৯৯ বছর বয়সে প্রয়াত বলিউডের অন্যতম অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির(Pankaj Tripathi) বাবা পণ্ডিত বেনারস তিওয়ারি(Pandit Beneras Tripathi)।জানা যাচ্ছে,বাবার মৃত্যু সংবাদ জানার পরই গোপালগঞ্জের গ্রামের বাড়ি চলে গিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি।সেখানেই অভিনেতার বাবার শেষ কার্য সম্পন্ন হয়েছে। পণ্ডিত বানারস ত্রিপাঠির প্রয়াণ প্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠির মুখপাত্র জানিয়েছেন, বাবার মৃত্যু সংবাদ পেয়ে বলিতারকা অত্যন্ত দুঃখ পেয়েছেন।এবং গোপালগঞ্জে গ্রামের বাড়ি রওনা দেন।গোপালগঞ্জে আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে বাবার অন্তিম ক্রিয়া সারবেন পঙ্কজ ত্রিপাঠি।বহুবার ইন্টারভিউতে বাবাকে নিয়ে খোলামেলা আড্ডা দিয়েছেন তিনি। গোপালগঞ্জের মন্দিরে পৌরহিত্য করার পাশাপাশি চাষবাসের কাজও করতেন অভিনেতার বাবা পণ্ডিত বেনারস তিওয়ারি।১১ ক্লাসে পড়াশোনা করার সময়ও বাবাকে চাষের কাজে সাহায্য করতেন তিনি।যদিও পরবর্তীকালে তিনি মুম্বই চলে আসেন।এবং দীর্ঘ স্ট্রাগল পিরিওডের পর বলিউডে অভিনেতা হিসেবে জনপ্রিয়তা লাভ করেন।
শোনা যাচ্ছে,সাম্প্রতিক কালে একাধিক নতুন ছবি ও ওয়েব সিরিজের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন পঙ্কজ ত্রিপাঠি।সোমবারও তার শ্যুটিং সিডিউল ছিল।কিন্তু বাবা বেনারস তিওয়ারির মৃত্যুসংবাদ পেয়ে গোপালগঞ্জের বাড়ি চলে যান অভিনেতা।বাবার শেষ কৃত্য সম্পন্ন হওয়ার পর কয়েকদিন দেশের বাড়িতেই থাকবেন পঙ্কজ ত্রিপাঠি।তারপরই মুম্বইতে ফিরবেন তিনি।