পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। সদ্যই সৃজিতের নতুন হিন্দি ছবি শেরদিল-এর শ্যুটিং শুরু করেছেন মির্জাপুর ওয়েব সিরিজের কালিনভাইয়া ওরফে পঙ্কজ ত্রিপাঠি।ছবিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন নীরজ কবি এবং সায়নী গুপ্তা।২০২০ সালের শুরুতেই ছবির শ্যুটিং শুরুর কথা ছিল।কিন্তু করোনা সংক্রমণের জন্য শ্যুটিং শুরু করতে পারেননি কেউই।পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অবশেষে শ্যুটিং শুরু হওয়ায় খুশি শিল্পী ও কলাকুশলীরা।সদ্যই একটি ইন্টারভিউতে পঙ্কজ ত্রিপাঠি জানিয়েছেন,নতুন করে পরিচয় করানোর কোন প্রয়োজন নেই,সৃজিত একজন দুর্দান্ত পরিচালক।তার কাজই সেই কথা বলে।
পঙ্কজকে যখন সৃজিত শেরদিল-এ কাজের অফার দিয়েছিলেন,সেই সুযোগ লুফে নিয়েছিলেন তিনি।অভিনেতা জানাচ্ছেন,ছবির গল্পটি নিজেই আসলে একটি চরিত্র।এমন অসামান্য একটি চিত্রনাট্য লেখার জন্য সৃজিতকে ফুল মার্কস দিচ্ছেন অভিনেতা,চিত্রনাট্যই ছবির সাফল্যের মুল চাবিকাঠি এমনটাই বলছেন পঙ্কজ ত্রিপাঠি।তাঁকে নিয়ে কথা বলতে গিয়ে শ্রদ্ধায় মাথা নিচু করে ফেলছেন সৃজিতও।
এই মুহুর্তে বলিউডের অন্যতম সেরা অভিনেতাকে ছবিতে কাস্টিং করেই অর্ধেক যুদ্ধ জয় করে ফেলেছেন তিনি,ক্যামেরার সামনে পঙ্কজ ত্রিপাঠি প্রতি মুহূর্তেই নতুন কিছু করার চেষ্টা করে যান।তাঁর মতো অভিনেতার সঙ্গে কাজ করা যে কোন পরিচালকের কাছে বড় প্রাপ্তি,এমনটাই জানাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়।