পেশোয়ার: পাকিস্তানের পেশোয়ারে রাজ কাপুরের হাভেলি ভেঙে বাড়ির বর্তমান মালিক শপিং মল বানাতে চেয়েছিলেন।পাকিস্তানের পেশোয়ারের কুশা খাওয়ানি বাজার এলাকায় অবস্থিত রাজ কাপুরের পৈতৃক ভিটে। ১৯৬৯ সালে অকশনে তিনি বাড়িটি কিনেছিলেন বলে জানা যায়।
এই পরিপ্রেক্ষিতে আদালতে রাজ কাপুরের বাড়ির বর্তমান মালিক আদালতে আর্জি জানিয়েছিলেন। তার বক্তব্য বাড়িটি এখন তার সম্পত্তি। তিনি সেটি ভেঙে শপিংমল তৈরি করতে চান। কিন্তু আদালত তা নাকচ করে দেন।আদালত জানিয়েছে যে রাজ কাপুরের ওই হাভেলি এখন হেরিটেজ। ফলে তা কোন ভাবেই ভাঙ্গা সম্ভব নয়। উল্টে আদালত জানায় বাড়িটির রক্ষণাবেক্ষণ করা উচিত।
প্রসঙ্গত, রাজ কাপুরের আগে আর এক স্বনামধন্য অভিনেতা দিলীপ কুমারের পেশোয়ারের বাড়িও একইভাবে বাঁচিয়েছিল আদালত। দিলীপ কুমারের বাড়ির বর্তমান মালিকও সেটি ভেঙে শপিংমল বানাতে চেয়েছিলেন। কিন্তু আদালত ওই বাড়িটিকেও রক্ষণাবেক্ষণ করার নির্দেশ দিয়েছিল।
দেশভাগের সময় প্রায় একই সময়ে রাজ কাপুর এবং দিলীপ কুমারের পরিবার পেশোয়ার ছেড়ে মুম্বাইয়ে পাকাপাকিভাবে চলে আসেন। ভারতের পাশাপাশি পাকিস্তানেও এই দুই মহান শিল্পী একইরকম জনপ্রিয়।