বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিরাট পত্নী অনুষ্কা শর্মার পোস্ট ভক্তদের মন ছুঁয়ে গেল। আজ অবসর ঘোষণার কিছুক্ষণ পর মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। ভক্তরা তাকে স্বাভাবিক কারণেই ঘিরে ধরে। যদিও তিনি মুখ খোলেননি। পাশেই ছিলেন অনুষ্কা শর্মা। বিরাট কোহলিকে নিয়ে চার দেয়ালের অনেক অজানা গল্প শুধু এই বলিউড অভিনেত্রী জানেন। এমনকি ভারতীয় এই উজ্জ্বল ক্রিকেটারের চোখের জলের খবরও তাঁর কাছেই থাকে।
আরও পড়ুন:যমজ সন্তানের মা হলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাম্বার হার্ড
অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, সবাই রেকর্ড আর মাইলস্টোন নিয়ে কথা বলে; কিন্তু আমি মনে রাখব ওর চোখের জল। যে যুদ্ধ কেউ কখনো দেখেনি। টেস্টের প্রতি ওর অসীম ভালোবাসা। আমি জানি তোমাকে কতটা দিতে হয়েছে। প্রত্যেকটা টেস্ট সিরিজের পর তোমাকে আরো একটি উন্নত করতে দেখেছি শুধু তাই নয় বিনীত হয়েছে দেখেছি। এই বদলগুলো কাছ থেকে দেখতে পাওয়া আমার কাছে এক অন্য প্রাপ্তি।
মাত্র ৩৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর অনুষ্কার সোশ্যাল মিডিয়ায় এই আবেগঘন পোস্ট দেখে সকলেই অভিভূত। এদিন বিরাটের সঙ্গে অনুষ্কা নিজে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। কোন এক টেস্ট ম্যাচের সময় ছবিটি তোলা। টেস্ট ম্যাচের সাদা পোশাক অভিনেত্রীয় একই রংয়ের পোশাক পরেছেন।
অনুষ্কা তার পোস্টে আরো লিখেছেন, আমি সব সময় চেয়েছিলাম যে তুমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাজা পোশাকে অবসর নেবে। তুমি আমার মনের কথা শুনেছ…..।
বিরাট সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করে লিখেছেন দেখতে দেখতে ১৪ বছর হয়ে গেল টেস্ট ক্রিকেটের প্রথম পোশাক পড়েছিলাম। আমি কখনো ভাবিনি এই সফর আমাকে এখানে নিয়ে আসবে। আমার পরীক্ষা আমাকে তৈরি করেছে আমায় শিক্ষা দিয়েছে যা আমি আজীবন বহণ করব।……আমি যখন দূরে যাচ্ছি সেটাও আমার জন্য সহজ নয়। কিন্তু এখন সঠিক মনে হচ্ছে। আমি আমার সবটা দিয়েছি। এবং অনেক কিছু ফেরত পেজ প্রত্যাশার থেকেও বেশি।
প্রসঙ্গত, লাল হৃদয়ের ইমোজি দিয়ে স্ত্রী অনুষ্কার এই পোস্টে মন্তব্য করেছেন বিরাট। অনেকে আবার বিরাটের অবসরের পেছনে অনুষ্কার হাত দেখছেন। তিনি নাকি বিরাট কে বাধ্য করেছেন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে!