বলিউডের পর্দায় তাঁকে ‘কিং অব ডান্স’ বললেও বাড়িয়ে কিছু বলা হয় না। অভিনয়ের সঙ্গে তাঁর নাচ সারা পৃথিবীর অনুরাগীদের মুগ্ধ করে। আজ সোমবার বলিউড হার্টথ্রব ‘গ্রিক গড’ ঋত্বিক রোশনের ৪৮ তম জন্মদিন। মাঝরাতের পর থেকে অনুরাগীদের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। বলিউডে তিনি প্রায় দুই দশক পার করে দিয়েছেন। পর্দায় তাঁর আধুনিক নাচ চলচ্চিত্র প্রেমিদের সবসময় মুগ্ধ করে। হৃতিক ২০০০ সালে ‘কহনা পেয়ার হ্যায়’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন। নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে ছবিতে। তিনি ফিল্মি পরিবার থেকে উঠে আসা একজন শিল্পী। এই ছবির আগেও তিনি কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন। কখনো শিশুশিল্পী হিসেবে অথবা কখনো সহকারি পরিচালক হিসেবে। কিন্তু ১৯৮০ সালে ‘আশা’ ছবিতে প্রথম শিশুশিল্পী হিসেবে হৃতিককে পর্দায় দেখা গিয়েছিল। তখন তার বয়স ৭ কিংবা ৮। পর্দায় থাকে নাচতে দেখা গিয়েছিল বলিউডের আরেক নাচে পারদর্শী বিখ্যাত অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে। ছবিতে জিতেন্দ্রর বিপরীতে ছিলেন রীনা রায়। ছবির এই গানটি ছিল ‘জানে হাম সড়ক কে লাগোঁ সে’। যেখানে সমানতালে নেচেছিল ছোট্ট হৃতিক।সেই বয়সেই ওই খুদে শিল্পীর নাচ এতটাই নিখুঁত ছিল যে তখনই বোঝা গিয়েছিল হৃতিক একজন ভবিষ্যতের নামজাদা ডান্সার হবেন। সেই সময় হৃতিক এই ছবিতে পর্দায় নাচার জন্য ১০০টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। বলিউডে এটাই ছিল তাঁর প্রথম উপার্জন। ‘আশা’ ছবিটি প্রযোজনা করেছিলেন হৃতিক রোশনের দাদু জে ওম প্রকাশ।