কিছুদিন আগেই ‘মহব্বতে’ খ্যাত বলিউড অভিনেত্রী কিম শর্মার সঙ্গে ভারতীয় কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজের কিছু অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। দুজনের কেউ অবশ্য এসব ছবি পোস্ট করেন নি। গোয়ার যে রিসর্টে তারা ছুটি কাটাচ্ছিলেন সেই রিসর্ট এর পক্ষ থেকে ছবিগুলো পোস্ট করা হয়েছিল। দুজনের কেউ মুখে কিছু না বললেও লিন্ডার কি মার্কেটিং নিয়ে ঝড় উঠেছে নেট দুনিয়ায়। কিম শর্মা প্রেমিক বন্ধুর তালিকা অনেক বড়।
আরও পড়ুন: গোয়ায় নির্জনে লি-কিম
সে তালিকায় ভারতের ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের নামও ছিল। চলচ্চিত্র ছাড়াও কিম শর্মা বিভিন্ন সেলিব্রিটি সঙ্গে সম্পর্কের জেরে সংবাদের শিরোনামে উঠে এসেছেন মাঝে মাঝেই। লিন্ডার সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে এখন নেটিজেনদের বিশ্বাস। কিন্তু তার মধ্যেই আবার নতুন করে উঠে এসেছে ভারতের প্রাক্তন ক্রিকেট অলরাউন্ডার যুবরাজ সিং এর নাম।
অতিসম্প্রতি কিম তার ইনস্টাগ্রামে সংগীতের ছন্দের সঙ্গে পোল ডান্স এর একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তাকে কালো স্পোর্টস ব্রা এবং গোলাপি হাফ প্যান্টে। ক্যাপশনে কিম লিখেছেন, ‘মধ্য সপ্তাহের স্পিন’। তা দেখে প্রাক্তন প্রেমিক যুবরাজ সিং মন্তব্য করার প্রলোভন সামলাতে পারেননি। কমেন্ট বক্সে যুবরাজ লিখেছেন,’ওয়াহ কি সুন্দর সুর, আপনি কি কোন গান গাইছেন ম্যাডাম’! যুবরাজ বর্তমানে মুম্বইতে তার নিজের ফ্ল্যাটে থাকেন। একসময় প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে কিম শর্মা সম্পর্ক নিয়ে বহু সংবাদ প্রকাশ্যে এসেছিল। দুজনকে বেশ কয়েকবার মুম্বইতে একসঙ্গে দেখাও গিয়েছিল। তাদের সম্পর্ক নাকি বছর চারেক টিকেছিল। তারপর ২০০৭ সালে তাদের সম্পর্কে চিড় ধরে। এ বিষয়ে অবশ্য দুজনের কেউই কখনো মুখ খোলেননি। ২০১৬ সালে অভিনেত্রী হ্যাজেল কিচের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন যুবরাজ। হ্যাজেল নাকি কিমের সেরা বন্ধু ছিলেন। হাজেল অভিনীত নাটক ‘ইউরিপিডিস মিডিয়া’ দেখতে গিয়েই নাকি তার প্রেমে পড়েছিলেন যুবরাজ।
নেটদুনিয়ায় অনেকেই অনেকেই মজা করে প্রশ্ন করেছেন,তাহলে যুবি কি আবার নতুন করে কিমের প্রেমে পরতে চায়? তাহলে লি…!