কলকাতা : ডিটেকটিভ গোরা(Gora) এবার কলকল্লোল দত্ত(Kalokallol Dutta) ওরফে মিস্টার কলকেতা(Mr Kolketa)।জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ মিস্টার কলকেতা।মুক্তি পেল সিরিজের জমজমাট ট্রেলার(Trailer)।নামভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী(Ritwick Chakraborty)।সুরজিৎ চট্টোপাধ্যায়ের(Surajit Chatterjee) পরিচালনায় এই কমেডি থ্রিলার সিরিজে(Comedy Thriller Series) অভিনয় করেছেন রাজনন্দিনী পাল(Rajnandini Paul),কৌশিক সেন,(Kaushik Sen)কৌশিক চট্টোপাধ্যায়(Kaushik Chatterjee),দেবেশ রায় চৌধুরী(Debesh Roy Chowdhury) ছাড়াও আরও অনেকেই।আগামী ৮ সেপ্টেম্বর ওটিটিতে আসছে মিস্টার কলকেতা।
সুরজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত নতুন ওয়েব সিরিজ মিস্টার কলকেতা আদপে একটি কমেডি থ্রিলার হলেও গল্পের প্রতি পড়তে রয়েছে এই শহর কলকাতা এবং তার ইতিহাস।সিরিজে কলকল্লোল দত্ত ওরফে মিস্টার কলকেতার চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।কেউ কেউ আবার তাকে কলকে বলেও ডাকে।পেশাগত ভাবে মিস্টার কলকেতা একজন সরকারী অফিসের কর্মচারী হলেও তার প্যাশন কিন্তু এই কলকাতা শহরের ওলিগলির ইতিহাসে।তাই তো অফিস টাইমে তাঁকে নিজের চেয়ারে নয়,বরং দেখা যায় মিউজিয়ামে।হঠাৎ একদিন মিউজিয়াম থেকে চুরি যায় বহুমূল্য মসলিন।চুরির দায় গিয়ে বর্তায় কিউরেটর অমরেন্দ্র সেনের কাঁধে।গ্রেফতার হন তিনি।অনেক কাণ্ডের পরে শেষ পর্যন্ত মিস্টার কলকেতার সঙ্গে দেখা হয় অমরেন্দ্রর মেয়ে ঝিলামের।যে চরিত্রে অভিনয় করছেন রাজনন্দিনী পাল।মিউজিয়মের মসলিন চুরির তদন্ত শুরু করেন কলকে বাবু।কিন্তু শেষ পর্যন্ত কি উদ্ধার হল সেই চুরি যাওয়া মসলিন?কারণ,এই চুরির পিছনে রয়েছে এক ভয়ানক চক্র।ইতিহাসের রহস্য উন্মোচন করে শেষ পর্যন্ত কি মিস্টার কলকেতা পারবে চুরি যাওয়া মসলিন ফিরিয়ে আনতে।সিরিজের কাস্টিং কিন্তু রীতিমতো জমকালো।ঋত্বিক চক্রবর্তী,রাজনন্দিনী পাল ছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন,দেবেশ রায় চৌধুরীর মতো তারকারা।আগামী ৮সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজের স্ট্রিমিং।