ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না বোঝে না’-র যশ দাশগুপ্ত আর মধুমিতা সরকারের জুটিকে ভোলা বেশ শক্ত। অরণ্য আর পাখির প্রেমে মজেছিলেন দর্শকরাও। ধারাবাহিক বন্ধ হওয়ার পর আর সেভাবে দেখা যায়নি তাঁদের। দর্শকরা রীতিমতো মিস করছিলেন মধুমিতা যশের জুটিকে।
বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল আপকামিং একটি মিউজিক ভিডিওয়ে মধুমিতার সঙ্গে জুটি বেঁধেছেন যশ। মিউজিক ভিডিওর নাম ‘ও মন রে’। সেই রোম্যান্টিক গানেরই এক ঝলক মুক্তি পেয়েছে সদ্য। রোম্যান্টিক যশ আর মধুমিতাকে ঝলকে দেখেই মুগ্ধ হয়েছেন দর্শক। অনেকটা ভালবাসা আর সেই ভালবাসাকে ফিরে দেখার মাঝে পড়ে থাকে এক টুকরো ভালবাসার স্মৃতি। সেই স্মৃতিতেই যেন হয় ভালবাসার দিনগুলোর উদযাপন। গানের টুকরো ঝলকে যশ- মধুমিতাকে দেখে মুগ্ধ দর্শকরা। পুরো গান শোনার জন্য তাঁদের যেন আর ধৈর্যই ধরছে না।
আরও পড়ুন: ফ্লোরে ‘কিশমিশ’
গানের কথা-সুর তনভীর ইভানের। গেয়েছেনও তনভীরই। খুব শিগগিরই মুক্তি পাবে ‘ও মন রে’। ততক্ষণ পর্যন্ত টিজারে মন ভোলানো ছাড়া আর কোনও উপায়ই নেই যশ- মধুর ভক্তদের!
আরও পড়ুন: ইটস্ প্যাকআপ