ওয়েব ডেস্ক: সম্প্রতি ‘আড়ি’ (Aarii) ছবির প্রচার নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন নুসরত (Nusrat) ও যশ (Yash)। একে অপরের সঙ্গে সম্পর্ক ভাল রাখার একাধিক টিপসও পেয়েছিলেন মৌসুমি চট্টোপাধ্যায়ের (Mousumi Chattopadhyay) থেকে। তবে সেই টিপস কি এবার কাজে আসবে? ভাবছেন তো কেন এমনটা বলছি? আসলে টলি মহলে এখন এই পাওয়ার কাপলের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাঁদের দুজনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Instagram) দেখলেই আরও স্পষ্ট হবে বিষয়টা।
নুসরত ও যশ দু’জনেরই অনুরাগীর (Followers) সংখ্যা আকাশছোঁয়া। ইনস্টাগ্রামে নুসরতকে প্রায় ৩০ লক্ষেরও বেশি মানুষ অনুসরণ করেন। অপরদিকে, যশকেও প্রায় সাড়ে ১০ লক্ষ মানুষ অনুসরণ (Follow) করেন। তাঁরা যাদের অনুসরন করেন সেই তালিকাতেই দেখা গিয়েছে বদল। নায়ক-নায়িকা একে অপরকে ‘আনফলো’ (Unfollow) করেছেন ইনস্টাগ্রাম থেকে। তাঁদের ফলোয়িং লিস্টে তাই দেখা যাচ্ছে না একে অপরকে। ব্যস, তারপর থেকেই তাঁদের বিচ্ছেদ ঘিরে আরও সম্ভাবনা দানা বেঁধেছে। তবে তাঁদের একসঙ্গে ছবি, ভিডিয়ো কিছু ডিলিট করা হয়নি। কিন্তু সম্প্রতি যশ একটি ইনস্টাগ্রাম স্টোরি (Instagram Story) শেয়ার করেছেন। যা তাঁদের বিচ্ছেদের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। স্টোরিতে লেখা রয়েছে, ‘একদম শেষে, তোমার কাছে কেবল তুমিই থাকবে’।
আরও পড়ুন: রাজের হিন্দি ওয়েব সিরিজ ‘পরিণীতার’ নাম বদলে কী হল জানেন?
অপরদিকে, ওই একইদিনে নুসরত তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছেলে ঈশানের ছবি শেয়ার করেছেন। আবার যশ শেয়ার করেছেন তাঁর বড় ছেলের সঙ্গে ছবি। তাই তাঁদের একে অপরের পোস্ট কোথাও গিয়ে বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছে। যদিও এই বিষয়ে যশ ও নুসরত দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। তবে অধিকাংশ অনুরাগীরা মনে করছেন, এটা তাঁদের একটা পাবলিসিটি স্টান্ট মাত্র। তাই যতক্ষণ না পর্যন্ত তাঁরা কিছু প্রকাশ্যে জানাচ্ছেন ততক্ষণ নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
দেখুন অন্য খবর