অভিনেত্রী সাংসদ নুসরত জাহান মা হতে চলেছেন। এই খবর সকলেরই জানা। টলিউডের অন্দরের খবর বুধবার কলকাতার একটি নামকরা হাসপাতালে ভর্তি হওয়ার কথা নুসরত জাহানের। সম্ভবত বৃহস্পতিবারই নতুন অতিথি কোল আলো করে আসার কথা। বুধবার সকাল থেকেই বিভিন্ন মহল থেকে খবর আসতে থাকে নুসরত হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে সূত্র বলছে বুধবার রাতের দিকে হাসপাতাল ভর্তি হচ্ছেন সন্তানসম্ভবা নুসরত জাহান। ডাক্তার রাজীব আগারওয়ালের তত্ত্বাবধানেই হাসপাতালে ভর্তির খবর রয়েছে। সম্ভবত বৃহস্পতিবার ভোর রাতেই নেটিজেনরা নুসরত জাহানের থেকে সুখবর পেতে পারেন।নানা বিতর্ক এড়িয়ে নিজের মত করেই সময় কাটিয়েছেন অন্তসত্বা নুসরত।রবিবার আউটিংয়ের ছবি পোস্ট করে নুসরত লিখেছিলেন, ভালো দিনের দিকে এগোচ্ছেন। সেদিন থেকেই শুরু হয় গুঞ্জন, তাহলে কি এই সপ্তাহেই মা হতে চলেছেন অভিনেত্রী। মঙ্গলবারও যশ ও নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি দেখে বোঝা যাচ্ছে তাঁরা রেস্তরাঁয় একসঙ্গে খেতে গিয়েছিলেন। তারই মাঝে বুধবার সকালেই জানা যায় যে, নুসরতের ‘বেটার ডেজ’ সত্যিই এসেগেছে। এখন নেটিজেনরা সুখবরের অপেক্ষায়।