অভিনেত্রী সাংসদ নুসরত জাহান বুধবার রাতে শহরের নামকরা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে যাওয়ার সময় অন্তঃসত্ত্বা নুসরতের সঙ্গে ছিলেন বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত। বৃহস্পতিবার ঠিক দুপুর ১২টা থেকে নুসরত জাহানের সি সেকশন চলেছে। দুপুর বেলাতেই পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরত জাহান।সূত্রের খবর মা ও সন্তান ভালো আছেন। পুত্রসন্তানের ওজন ২.৯ কেজি । নেটিজেনদের নানা ট্রোল বা সমালোচনার মুখোমুখি হয়েও নিজের মতো করে পৃথিবীতে আনলেন নতুন জীবনকে।